সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় নারী পক্ষ উদযাপন উপলক্ষে “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ” শীর্ষক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় ভূমিজ ফাউন্ডেশনের হলরুমে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় সুশীল প্রকল্পের আওতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা।

ভূমিজ ফাউন্ডেশন অফিস চত্ত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে তালা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা থানা প্রাঙ্গণে গিয়ে পৌঁছে। সেখানে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাখাওয়াত হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। পরবর্তিতে র‌্যালি পুনরায় ভূমিজ ফাউন্ডেশন অফিসে এসে শেষ হয় এবং আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন হাবের সভাপতি আনিচুর রহমান, উপজেলা অন্ত্যজ পরিষদের সভাপতি সরস্বতী দাস, সম্পাদক ইমদাদুল হক, উপজেলা নারী অন্ত্যজ পরিষদের নেত্রী মুক্তারানু বেগম, খলিলনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য শিরিনা সুলতানা এবং বিশিষ্ট সমাজসেবক জি. এম. শহিদুল্লাহ গাজী প্রমুখ।

বক্তারা জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, নারীর প্রতি সহিংসতার বিভিন্ন রূপ শারীরিক, মানসিক, যৌন ও অর্থনৈতিক সম্পর্কে সমাজকে আরও সচেতন করতে হবে।

সহিংসতাকে ব্যক্তিগত বা স্বাভাবিক ঘটনা হিসেবে দেখার পুরোনো সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান তারা। পাশাপাশি নারী সুরক্ষায় বিদ্যমান আইন, আইনি প্রতিকার পাওয়ার উপায় এবং প্রয়োজনীয় সেবা সম্পর্কেও উপস্থিতদের অবহিত করা হয়।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালার হাজরাকাটিতে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

তালায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা

তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ, ৫০ হাজার টাকা

বিদ্যা বিকাশ কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ

তালায় নাগরিক সভা, উন্নয়নের প্রতিশ্রুতি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।