সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
ঢাকা ও চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, সূচি চূড়ান্ত | চ্যানেল খুলনা

ঢাকা ও চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, সূচি চূড়ান্ত

অক্টোবরে তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। সোমবার ওই সিরিজের সূচি জানিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

সূচি অনুযায়ী, ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ক্যারিবীয়রা। চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ ১৮ অক্টোবর শুরু হয়ে ২৩ অক্টোবর শেষ হবে। দ্বিতীয় ম্যাচটি রাখা হয়েছে ২০ অক্টোবর।

টি-২০ সিরিজের প্রথম ম্যাচ ২৭ অক্টোবর মাঠে গড়াবে। পরের ম্যাচ দুটি রাখা হয়েছে ৩০ অক্টোবর ও ১ নভেম্বর। এর আগে বিসিবি থেকে জানানো হয়েছিল, ঢাকা, সিলেট ও চট্টগ্রামে হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। তবে উইন্ডিজ ক্রিকেট জানাচ্ছে, সিলেটে নেই কোন ম্যাচ।

বাংলাদেশ সফর ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় (পুরুষ) দলের আরও তিনটি সফর রয়েছে। যা নেপালের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে ২৭ সেপ্টেম্বর শুরু হবে। ২৯ ও ৩০ সেপ্টেম্বর শারজাহতে পরের দুই ম্যাচ খেলে ভারত সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। ভারতের বিপক্ষে ২ অক্টোবর ও ১০ অক্টোবর থেকে দুটি টেস্ট খেলবে তারা।

এরপর বাংলাদেশ সফর শেষ করে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। নিউজিল্যান্ডে ৫ নভেম্বর থেকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দুই দল। ১৫, ১৮ ও ২১ নভেম্বর খেলবে তিনটি ওয়ানডে। এরপর ২ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে খেলবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

‘ভারত-পাকিস্তানের কারণেই সব সময় বিপদে পড়ে বাংলাদেশ’

রিয়ালে প্রথমবার ‘চরম বাস্তবতা’ দেখলেন আলোনসো

১৬ দলীয় চাইনিজবার ফুটবল টুর্নামেন্টে মধু ফ্যাক্টরি ইয়ং বয়েজ জয়ী

নেপাল থেকে নিরাপদে ঢাকায় ফিরলেন ফুটবলাররা

বিশ্বকাপ বাছাইয়ে যেতে পাকিস্তানের বিপক্ষেই খেলতে হচ্ছে বাংলাদেশের

বিদায়ী ম্যাচ খেলার পর মেসিকে নিয়ে দুঃসংবাদ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।