সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
ড্র করেও ফাইনালে জুভেন্টাস | চ্যানেল খুলনা

ড্র করেও ফাইনালে জুভেন্টাস

ইন্টার মিলানের সঙ্গে ড্র করেও কোপা ইতালিয়ার ফাইনালে পৌঁছে গেছে জুভেন্টাস। সেমিফাইনালের প্রথম লেগ ২-১ গোলে জিতে আগেই ফাইনালে এক পা দিয়ে রেখেছিল ইতালিয়ান জায়ান্টরা। দ্বিতীয় লেগ গোল শূন্য ড্র হলেও অ্যাগ্রেগেটে এগিয়ে তারা নিশ্চিত করেছে ফাইনাল।

ড্র হওয়া ম্যাচটায় প্রথমার্ধেই দুটি সুযোগ তৈরি করেছিলেন রোনালদো। কিন্তু ইন্টার রক্ষণ ও গোলকিপার সামির হান্ডানোভিচের ভূমিকায় হতাশ হতে হয় পর্তুগিজ যুবরাজকে। ৭০ মিনিটের আগেও একই ভাবে বাধা হয়েছিলেন হান্ডানোভিচ। রোনালদোর গতিময় শট ঠেকিয়ে দিয়েছেন।

শেষ দিকে ইন্টার চেষ্টা করেছিল জুভেন্টাস রক্ষণ ভাঙতে। কিন্তু জুভেন্টাসের অভিজ্ঞ গোলকিপার জিয়ানলুইজি বুফনের দৃঢ়তায় সফল হয়নি ইন্টার। এখন আতালান্তা-নাপোলির দ্বিতীয় সেমির বিজয়ী দল মুখোমুখি হবে জুভেন্টাসের।

এর ফলে ২০তম বারের মতো কোপা ইতালিয়ার ফাইনালে খেলবে পিরলোর দল। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ মে। ধারণা করা হচ্ছে, গত মৌসুমের লড়াইটাই আবার মঞ্চায়িত হতে পারে। গতবার পেনাল্টিতে জুভেন্টাসকে হারিয়েছে নাপোলি।

অপর দিকে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অবশ্য পঞ্চম রাউন্ডের এই ম্যাচে ওয়েস্ট হামের বিপক্ষে তাদের লড়াইটা ছিল ঘাম ঝরানো। অতিরিক্ত সময় ম্যাচটা গড়ালে সেখান থেকে জয় ছিনিয়ে আনেন স্কট ম্যাকটমিনে। ম্যানইউ জিতেছে ১-০ গোলে। এর ফলে ঘরের মাঠে সর্বশেষ ৯টি এফএ কাপ ম্যাচেই জিতেছে তারা। প্রতিযোগিতায় যা তাদের যৌথ সর্বোচ্চ।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

খালেদ মাসুদ বিসিবি পরিচালক নির্বাচিত

আফিফ–মিঠুনের ঝড়ের পর জিয়ার বোলিং দৃঢ়তা, উড়ছে খুলনা

আফগানিস্তানের বিপক্ষে এতটা অপ্রতিরোধ্য সোহান

নিউজার্সিকে উড়িয়ে দিল সাকিবের আটলান্টা

জ্যোতিদের জয়ের পথ সহজ করে দিলেন মারুফা-নাহিদা-স্বর্নারা

সাকিবকে আর বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না: উপদেষ্টা আসিফ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।