সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ার কৃষক আবু হানিফ মোড়লের বিষ মুক্ত শিম চাষ করে স্বাবলম্বী | চ্যানেল খুলনা

ডুমুরিয়ার কৃষক আবু হানিফ মোড়লের বিষ মুক্ত শিম চাষ করে স্বাবলম্বী

শেখ মাহতাব হোসেন :: ডুমুরিয়া (খুলনা) চলতি মৌসুমে অধিক লাভের আশায় আগাম জাতের বিষ মুক্ত শিম চাষ করে স্বাবলম্বী। খুলনা জেলার ডুমুরিয়া‌ উপজেলার‌‌ খর্নিয়া গ্রামের আদর্শ কৃষক আবু হানিফ মোড়ল । তিনি এবার ১০০ জমিতে বিষ মুক্ত শিম লাগিয়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন, বর্তমানে প্রতি সপ্তাহে ২০০থেকে ৩০০কেজি‌বিষ মুক্ত শিম বাজারজাত করছেন। আবহাওয়া ও জমি চাষের উপযোগী হওয়ায় শিমের বাম্পার ফলন হয়েছে ।
এছাড়া বাজারে দাম ভালো থাকায় বানিজ্যিক ভাবে শিমের চাষ করে, বাজিমাত করেছেন।

সোমবার (২৮আগষ্ট)সকালে সরেজমিনে দেখা যায়, আবু হানিফ মোড়ল বিষ মুক্ত চাষ করা শিম তুলছেন তিনি তার লীজ ঘেরের আইলে ১একর জমিতে শিম ও শিমের ফুলে ভরে গেছে। থোকায় থোকায় পরিপুষ্ঠ শিমে ভরে গেছে গাছ।
আবু হানিফ মোড়ল বলেন, আমি মাত্র ১০০শতাংশ জমিতে বিষমুক্ত চাষ‌ করেছি । এরপর নভেম্বর মাসের শেষে ওই জমিতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন ফসল উৎপাদন করবো।
চলতি বছরের ভালো ফলনের জন‌্য রাত দিন গাছের যত্ন নিয়েছি। নিয়েছি কৃষি অফিসের পরামর্শ। আবহাওয়া ভালো থাকায় বাগানজুড়ে শিম ও গাছে ফুল এসেছে। এসেছে কাঙ্ক্ষিত ফসল।’ তিনি আরো জানান, শিম চাষে লেবার খরচ, সুতা, বিষ, পানি, সারসহ ৮০থেকে ৯০হাজার টাকা তাকে খরচ করতে হয়েছে। সঠিকভাবে পরিচর্যার ফলে এখন তিনি ওই শিম ক্ষেত থেকে আগামী সপ্তাহে দুইবার ৪-৫মণ করে শিম সংগ্রহ করেন। বর্তমানে যার বাজার মূল্য আট হাজার টাকা। সে ১০থেকে‌ ১২লক্ষ টাকার শিম বিক্রিয় করতে পারবেন ‌বলে সে আসাবাদী ,শিম চাষ করে এখন তিনি এখন স্বাবলম্বী।

আবু হানিফ মোড়ল আরও বলেন, ‘বর্তমানে সবজির বাজার দর ভালো। এমন অবস্থা চলমান থাকলে আর আবহাওয়া ভালো থাকলে শিম বাগান থেকে আর লাভ হবে বলে আশা করি। আমার দেখে এলাকায় এখন অনেকেই শিম চাষ করতে আগ্রহী হচ্ছেন। এটা দেখে খুব ভালো লাগে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইবনে ইনসাদ আমিন ওরফে তুহিন জানান, ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে ২শত ২৫হেক্টর জমিতে শিমের চাষ ‌করেছেন ডুমুরিয়ার কৃষকরা, অধিকাংশ ইউনিয়নের মাটি খুবই উর্বর। তাই এখানকার কৃষকদের সবজি বাগান গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। কৃষি অফিসের পরামর্শে এখন ওইসব এলাকায় ব‌্যাপক সবজি চাষ হচ্ছে এবং কৃষকরা লাভবান হচ্ছেন। বর্তমানে উন্নত জাতের শিম এলাকার চাহিদা পূরণ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার পাঠানো হচ্ছে।

https://channelkhulna.tv/

কৃষি ভাবনা আরও সংবাদ

গবেষণার মাধ্যমে দক্ষতা, চিন্তাশক্তি ও ক্যারিয়ার গঠনের ওপর গুরুত্বারোপ

ডুমুরিয়ায় ধুন্দল চাষে ভালো ফলনে কৃষকের মুখে হাসি।

সাংবাদিক ফকির শহিদের বাইপাস সার্জারি সম্পন্ন, দোয়া কামনা

পূর্ব সুন্দরবনে হরিণ ধরার ফাঁদসহ একজন আটক

‘ওপরের নির্দেশেই নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা’, মুখ খুলতে শুরু করেছে ইসরায়েলি সেনারা

ডুমুরিয়ায় বেসরকারি ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।