সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির সাথে সাথে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : ডিইএব খুলনা জেলা | চ্যানেল খুলনা

কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির সাথে সাথে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : ডিইএব খুলনা জেলা

পবিত্র মাহে রমজানে দেশ ও জাতির কল্যাণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) খুলনা জেলার উদ্যোগে রবিবার (১৬ মার্চ) খালিশপুরস্থ প্লাটিনাম অফিসার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ডিইএব খুলনা জেলা সভাপতি ইঞ্জিঃ মাসুম মাহমুদ এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক ইঞ্জিঃ শাহিন উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি খুলনা মহানগর সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক এস কে মাহমুদ আলম আইডিবি খুলনা জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিমুল আজাদ সদস্য সচিব ইঞ্জিনিয়ার হায়দার আলী সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল কবির।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উদযাপন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার সৈয়দ মোজাম্মেল হোসেন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার পারভেজ বখতিয়ার, ডিইএব সহ-সভাপতি ওয়াসিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাসুদ মিয়া, ইঞ্জিনিয়ার সত্যেন্দ্রনাথ দত্ত, ইঞ্জিনিয়ার ইয়াসিন খান, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, ইঞ্জিনিয়ার শিবলী নোমান, ইঞ্জিনিয়ার অভি হাসান জুয়েল, ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম সুজন, ইঞ্জিনিয়ার তালুকদার সুজন, ইঞ্জিনিয়ার ইমরান বিশ্বাস এসএ আজাদ, ইঞ্জিনিয়ার শাহীন হাওলাদার, বাগেরহাট জেলা ডিএবের সদস্য সচিব মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান সুমন, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের আহ্বায়ক অমিত মল্লিক, সদস্য সচিব ইঞ্জিনিয়ার আবু হানিফ আকাশ।

ইফতার পূর্ব সভায় বক্তারা প্রত্যেক প্রকৌশলীকে কর্ম ক্ষেত্রে দক্ষতার পাশাপাশি নিজেকে সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলে সকল প্রকার অন্যায়ের প্রতিবাদ করার উদাত্ত আহ্বান জানিয়ে বিতাড়িত ফ্যাসিবাদের দোসরদের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার আহবান জানান।

ডিইএব নেতৃবৃন্দ বলেন, প্রত্যেকটি সেক্টরে আওয়ামী লীগের দোসরা অত্যন্ত নিখুঁতভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশকে স্থিতিশীল করতে হবে।

আছিয়ার ধর্ষণকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তার রূহের মাগফেরাত কামনা করেন। তাছাড়া লাল জুলাই তথা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আহতদের আশু সুস্থতা কামনা করে স্বৈরাচারী দোসরদের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ, (ডিইএব) খুলনা জেলার সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তানভীর হাসানের রোগ মুক্তি কামনা সহ দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনায় যুব কাউন্সিল নির্দেশিকা চূড়ান্ত মূল্যায়ণ সভা অনুষ্ঠিত

গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের কৃতি  শিক্ষার্থীদের সংবর্ধনা 

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রুজভেল্ট জেটি হ্যান্ডলিং ওয়ার্কার্স ইউনিয়নের মিলাদ মাহফিল

ফুলতলার দামোদর ইউনিয়নে ভোটার সমাবেশ

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খুলনা জেলায় দোয়া মাহফিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।