সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
টিকা প্রয়োগের পর আধা ঘণ্টা পর্যবেক্ষণ | চ্যানেল খুলনা

টিকা প্রয়োগের পর আধা ঘণ্টা পর্যবেক্ষণ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী প্রথমে চারটি সরকারি হাসপাতালে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। এই চার হাসপাতালে মধ্যে আছে মুগদা জেনারেল হাসপাতাল।

ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী ২৮ জানুয়ারি টিকা কার্যক্রম শুরু হবে মুগদা হাসপাতালে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে এ বিষয় কথা হয় মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. অসীম কুমার নাথের সঙ্গে।

তিনি জানান, হাসপাতালের তৃতীয় তলায় করোনা ভ্যাকসিন দেওয়ার স্থান ঠিক করা হয়েছে। সরকারের নির্দেশ পেলে ২৮ জানুয়ারি ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম শুরু করা হবে।

ডা. অসীম কুমার নাথ আরও জানান, প্রথমে হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও হাসপাতালের অন্যান্যদের টিকা দেওয়া হবে। ভ্যাকসিন প্রয়োগ করতে দুজন নার্স ও চার জন স্বেচ্ছাসেবী থাকবে। টিকা প্রয়োগের আগে মানুষের প্রেশার মাপাসহ অনান্য পরীক্ষা-নিরীক্ষা করে নেওয়া হবে। টিকা প্রয়োগের পরে ৩০ মিনিট সবাইকে পর্যবেক্ষণে রাখা হবে। এই সময়ের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে দ্রুত চিকিৎসা দেওয়া হবে। সেই অনুযায়ী চিকিৎসকদের একটি টিম গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, টিকা সংরক্ষণের জন্য আমাদের এখানে দুটি ফ্রিজ আছে। সেখানে আনুমানিক তিন হাজার টিকা সংরক্ষণ করে রাখা যাবে।

নিজেও করোনার টিকা নেবেন জানিয়ে মুগদা হাসপাতালে পরিচালক বলেন, সব কিছু ঠিক থাকলে প্রথম দিনে ১০০ জনকে করোনার ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

বৃহস্পতিবার বাংলাদেশের কাছে ২০ লাখ ডোজ করোনার টিকা হস্তান্তর করেছে ভারত। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে টিকাগুলো হস্তান্তর করা হয়। ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী টিকা হস্তান্তর করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

আজকের টপিক্স আরও সংবাদ

খুলনায় ‘অস্ত্র কারখানা’ সন্দেহে ডিবির অভিযান, পরে জানা গেল সবই ডামি অস্ত্র

পাইকগাছায় বিধবা ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

কেএমপির নতুন কমিশনার জাহিদুল হাসান

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

নির্বাচন করতে ব্যর্থ হলে ইন্টেরিম সরকারকে ইতিহাস ক্ষমা করবে না : মামুনুল হক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।