সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
টানা দ্বিতীয় জয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ | চ্যানেল খুলনা

টানা দ্বিতীয় জয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ

ক্রীড়া ডেস্কঃম্যাচটি ছিলো টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের উদ্বোধনী ম্যাচ, কিন্তু বৃষ্টির কারণে শনিবার টসই করা যায়নি ম্যাচের। ফলে পিছিয়ে আনা হয় রিজার্ভ ডে’তে। তবে এতে জয় পেতে কোনো সমস্যা হয়নি টুর্নামেন্টের ফেবারিট বাংলাদেশ নারী ক্রিকেট দলের।রোববার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয়ের পর, আজ (সোমবার) রিজার্ভ ডে’তে পাপুয়া নিউগিনির (পিএনজি) সঙ্গেও জিতেছে সালমা খাতুনের দল। তবে এ জয়টি এত সহজে ধরা দেয়নি। বৃষ্টির কারণে দফায় দফায় দৈর্ঘ্য কমে আসা ম্যাচে ৬ রানের ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

স্কটল্যান্ডের ফর্টহিল গ্রাউন্ডে টস শুরুর আগেই নামে বৃষ্টি। ২০ ওভারের ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ১৭ ওভারে। যেখানে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে নামার আমন্ত্রণ জানান পিএনজি অধিনায়ক কাইয়া আরুয়া।বৃষ্টিভেজা কন্ডিশনে ব্যাটিংয়ের শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার আয়েশা রহমান ৫, তিনে নামা উইকেটরক্ষক ব্যাটসম্যান নিগার সুলতানা ৬, অলরাউন্ডার রিতু মনি ৩ রান করে আউট হলে মাত্র ২৭ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

অপর ওপেনার সানজিদা ইসলাম ধরে খেলে শুরু করলেও বড় করতে পারেননি নিজের ইনিংস। উল্টো ১৭ ওভারের ম্যাচের সঙ্গে বেমানান এক ইনিংসে ৩২ বল খেলে ১৯ রান করে আউট হন তিনি। ইনিংসের ১১তম ওভারের প্রথম বলে শায়লা শারমিন (৫) রানআউট হলে ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

Fahima.jpg

এরপরই মূলত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ান ফাহিমা খাতুন, ফারজানা হক পিঙ্কিরা। ১২ বলে ১ চারের মারে ১১ রান করে আউট হন পিঙ্কি। তবে দায়িত্ব নিয়ে দলের ইনিংসকে ১০০ পার করান ফাহিমা। দর্শনীয় ৫টি চারের মারে মাত্র ১৮ বলে ৩২ রান করেন এ লেগস্পিনিং অলরাউন্ডার।

বাংলাদেশের ইনিংসের ৩ বল বাকি থাকতে আবারও নামে বৃষ্টি। তখন স্কোরবোর্ডে জমা পড়েছে ১০৩ রান। বৃষ্টির কারণে আর নামতে দেয়া হয়নি বাংলাদেশকে। পিএনজির সামনে লক্ষ্য দেয়া হয়ে ৮ ওভারে ৫৯ রানের। যা কি-না বেশ সহজই হতে পারত পিএনজির ব্যাটারদের জন্য।

তবে তা একদমই সহজ হতে দেননি রিতু মনি ও নাহিদা আকতার। দুজন মিলে সাজঘরে পাঠিয়েছেন ৫ পিএনজি ব্যাটারকে। রিতু মনি ২ ওভারে ৯ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। সমান বোলিং করে ১০ রান খরচ করলেও, নাহিদার শিকার ৩টি উইকেট।

এ দুইজনের বোলিংয়ের বিরুদ্ধে ৪ ওভারে মাত্র ১৯ রানে ৫ উইকেট হারায় পিএনজি। যে কারণে বাকি ৪ ওভারে আরও ৪০ রান করা বেশ কষ্টসাধ্যই হয়ে যায় তাদের জন্য। শেষপর্যন্ত ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫২ রানে থামে পিএনজির ইনিংস। বাংলাদেশ পায় ৬ রানের জয়।

পরপর ২ জয়ে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের মেয়েরা। আগামীকাল (মঙ্গলবার) নিজেদের পরের ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডের মুখোমুখি হবে সালমা খাতুনের দল।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।