সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে স্বারকলিপি | চ্যানেল খুলনা

ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে স্বারকলিপি

ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান করেছে তার বন্ধু ও স্বজনরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে ঝিনাইদহ জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যালয় এবং সিভিল সার্জনের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ ব্যাচের ব্যানারে বিক্ষোভ মিছিলে ঝিনাইদহের বন্ধু, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদান করেন সুদীপ এর ছোট কাকা তপন জোয়ারদার। ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান, ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ এবং সিভিল সার্জন ডা মোঃ কামরুজ্জামান স্বারকলিপি গ্রহণ করেন।

উল্লেখ্য যে, শনিবার দিবাগত রাত ১ টার দিকে নিজ শয়নকক্ষে ঝুলন্ত অবস্থায় সুদীপ জোয়ারদারের মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। এরপর তারা তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে সুদীপের মরদেহ সৎকারের প্রয়োজনীয় তদবির চালায়। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন বন্ধুরা সুদীপের পায়ে ও শরীরে আঘাতের চিহ্ন দেখতে পায়। এরপর তারা পুলিশের নিকট মরদেহ ময়নাতদন্তের জন্য অনুরোধ করে। পুলিশ সুদীপের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

https://channelkhulna.tv/

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহ সীমান্তে ১৪ জনকে আটক করেছে বিজিবি

ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোবাইলে মারধরের ভিডিও দেখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে—রিকশাচালক আজিজুরের মা

সীমান্তে মিলল আড়াই কোটি টাকার সোনা: আটক হয়নি কেউ

ঝিনাইদহে বিদ্যালয় কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০

শৈলকুপায় দেশি-বিদেশি অস্ত্র-সরঞ্জাম উদ্ধার, আটক ১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।