 খুলনা মিডিয়া কাপ ফুটবলে এবার নতুন শক্তি হিসেবে মাঠে নামছে শিবসা ওয়ারিয়ার্স। ‘দৈনিক খুলনা’র ব্যবস্থাপনায় তরুণ ও সিনিয়র সাংবাদিকদের সমন্বয়ে তৈরি দলটি টূর্নামেন্টে সেরা পারফরমেন্স তুলে ধরতে প্রস্তুত হচ্ছে। সেই সাথে পত্রিকার প্রশাসনিক কর্মকর্তারা দলের বিজয় ছিনিয়ে আনতে খেলোয়াড়দের উৎসাহিত করছেন।
খুলনা মিডিয়া কাপ ফুটবলে এবার নতুন শক্তি হিসেবে মাঠে নামছে শিবসা ওয়ারিয়ার্স। ‘দৈনিক খুলনা’র ব্যবস্থাপনায় তরুণ ও সিনিয়র সাংবাদিকদের সমন্বয়ে তৈরি দলটি টূর্নামেন্টে সেরা পারফরমেন্স তুলে ধরতে প্রস্তুত হচ্ছে। সেই সাথে পত্রিকার প্রশাসনিক কর্মকর্তারা দলের বিজয় ছিনিয়ে আনতে খেলোয়াড়দের উৎসাহিত করছেন।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় দৈনিক খুলনা’র কার্যালয়ে শিবসা ওয়ারিয়ার্সের প্রথম বৈঠকে খেলোয়াড়, কর্মকর্তাদের পরিচিতি ও দলের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, দৈনিক খুলনার সম্পাদক মো. আছাদুজ্জামান, জেলা পরিষদের সচিব বিষ্ণুপদ পাল ও দৈনিক খুলনা’র কার্যনির্বাহী সম্পাদক এসএম মাহবুবুর রহমান।
বৈঠকে সকলের সম্মিলিত সিদ্ধান্তে দলের পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি, ম্যানেজার, কোচ, ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেনের নাম ঘোষনা করা হয়। ম্যানেজার হিসেবে দৈনিক খুলনার নির্বাহী সম্পাদক মো. শাহআলম, কোচ দৈনিক খুলনার বার্তা সম্পাদক মো. আনোয়ার হোসেন, ক্যাপ্টেন মাকসুদ রহমান, ভাইস ক্যাপ্টেন আসাফুর রহমান কাজলকে নির্বাচিত করা হয়েছে। এছাড়া আগামী শনিবার সকাল থেকে প্রাকটিস সেশন শুরু করার সিদ্ধান্ত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সোহেল মাহমুদ, শেখ আল এহসান, হেদায়েৎ হোসেন মোল্লা, কামরুল আহসান, প্রবীর বিশ^াস, আহমদ মুসা রঞ্জু, খায়রুল আলম, জাকারিয়া হোসেন তুষার, আল মাহমুদ প্রিন্স, কামরুল হোসেন মনি, কলিন হোসেন আরজু। শিবসা ওয়ারিয়ার্সের অন্য খেলোয়াড়রা হচ্ছেন মুহা. সামছুজ্জামান শাহীন, নুর ইসলাম রকি ও সাদ আহমেদ খান।



 
																