সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জ্বর-শ্বাসকষ্টে মৃত ব্যক্তির রিপোর্ট মেলেনি, ৩ দিন ধরে ‘লকডাউন’ পুরো গ্রাম | চ্যানেল খুলনা

জ্বর-শ্বাসকষ্টে মৃত ব্যক্তির রিপোর্ট মেলেনি, ৩ দিন ধরে ‘লকডাউন’ পুরো গ্রাম

দেশ, প্রথম, লকডাউন, মুক্ত, হলো, যে, এলাকা, করোনাভাইরাস,

চ্যানেল খুলনা ডেস্কঃজ্বর-শ্বাসকষ্টে মৃত ব্যক্তির রিপোর্ট আইইডিসিআর থেকে না আসায় দিনাজপুরের বিরামপুর উপজেলার একটি গ্রাম টানা তিনদিন ধরে লকডাউন অবস্থায় রয়েছে। ফলে গ্রামের সব বাসিন্দাই রয়েছেন কোয়ারেন্টিনে।

উপজেলার আঁচলকোল তফসী গ্রামে সোমবার ভোরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে একব্যক্তি মারা যাওয়ার পর সোমবার থেকে প্রশাসনের তত্ত্বাবধানে ঘিরে রাখা হয় গ্রামটি।

৩ দিনেও মৃত ওই ব্যক্তির রিপোর্ট আইইডিসিআর থেকে না আসায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের আঁচলকোল তফসী গ্রামে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যায় ফরহাদ হোসেন নামে একব্যক্তি। এরপর আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী জেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। পাশাপাশি আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় দাফন করা হয়।

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে সন্দেহে সোমবার সকাল থেকে আঁচলকোল তফসী গ্রামের ৮৩টি পরিবারের ২১৩ জন মানুষকে কোয়ারেন্টিনে রাখা হয়।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুর রহমান জানান, জোতবানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে চারজন গ্রামপুলিশ দ্বারা গ্রামটি ঘিরে রাখা হয়েছে। ওই গ্রামের কাউকে বের হতে দেয়া হচ্ছে না। এমনকি ওই গ্রামে কাউকে যেতেও দেয়া হচ্ছে না।

তিনি জানান, ওই গ্রামের ৮৩টি পরিবারের মধ্যে যার যার খাবার প্রয়োজন, তাদের খাবার সরবরাহ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এ দিকে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুছ জানান, মৃত ওই ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে কি না, তা জানা যায়নি।

তিনি জানান, রিপোর্ট না আসা পর্যন্ত ওই গ্রামের ৮৩টি পরিবারকে কোয়ারেন্টিনে রাখার জন্য স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। তার নমুনা পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সিভিল সার্জন আরও জানান,দিনাজপুর জেলায় ওই গ্রামের ২১৩ জনসহ মোট ৪৯১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে হামলা ভাঙচুর আগুন

গাজীপুরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের অভিযোগ

বিএসএফের গুলিতে নিহত সেই ফেলানীর ভাই চাকরি পেলেন বিজিবিতে

গোপনে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড

সন্দ্বীপে পারিবারিক বিরোধে ৬ বছরের শিশুকে হত্যার অভিযোগ

মেয়ের বিয়ের আগের রাতে মা-ছেলেকে খুন করে টাকা-স্বর্ণালংকার লুট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।