সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেসিআই ঢাকা সিগনেচার'র লোকাল প্রেসিডেন্ট সুমন সাহা | চ্যানেল খুলনা

জেসিআই ঢাকা সিগনেচার’র লোকাল প্রেসিডেন্ট সুমন সাহা

জেসিআই ঢাকা সিগনেচার-এর ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট (এলপি) হিসেবে নির্বাচিত হয়েছেন সুমন সাহা। রবিবার (৫ জানুয়ারি) রাজধানী ঢাকার অ্যাসকট প্যালেসের সেরেনিটি ব্যাঙ্কোয়েট হলে আয়োজিত জেসিআই ঢাকা সিগনেচারের জেনারেল অ্যাসেম্বলিতে তার নাম ঘোষণা করা হয়।
বর্ণাঢ্য এই আয়োজনে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা সিগনেচার-এর ফাউন্ডিং প্রেসিডেন্ট রাইহাতুল জান্নাহ তাবিন, জেসিআই বাংলাদেশ-এর বর্তমান ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ, জেসিআই বাংলাদেশ-এর ২০২৪ সালের ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির, জেসিআই বাংলাদেশ-এর বর্তমান ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ সহ বিভিন্ন চ্যাপ্টারের লোকাল প্রেসিডেন্ট ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ, এবং দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখে চলা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোক্তাগণ। উক্ত অনুষ্ঠানে ইলেকশন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেসিআই ঢাকা সিগনেচার-এর ২০২৪ সালের লোকাল প্রেসিডেন্ট রাইহাতুল জান্নাহ তাবিন।

২০২৫ সালের নতুন বোর্ড – লোকাল প্রেসিডেন্ট (LP): সুমন সাহা, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (EVP): মো. জিয়াউল হক, জেনারেল লিগাল কাউন্সিল (GLC): সাফাত মাকসুদ অমি, সেক্রেটারি জেনারেল (SG): জুনায়েদ আল হাসান, ভাইস প্রেসিডেন্ট (VP): চৌধুরী হাসান মাহমুদ, মেহেদী হাসান, কাজী রেজওয়ানা শামা, ট্রেজারার: ডা. সানজিদা জাহান স্বর্ণা, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু এলপি: আজফার উদ্দিন মজুমদার অপূর্ব, ট্রেনিং কমিশনার: খন্দকার আবদুল্লাহ আল তাহমিদ, ডিরেক্টর: ঋতুপর্ণা দেবনাথ, মুজতবা মাহমুদ পাভেল, সাদিক আল সরকার, ইমরান এ. সাগর, এবং শাহ আরাফাত রাহীব, কমিটি চেয়ার: মো. তৌহিদুজ্জামান, আমিরাহ মাহমুদ তাইসীর।
জেনারেল অ্যাসেম্বলিতে ২০২৫ সালের নতুন বোর্ডের সদস্যরা শপথ গ্রহণ করেন। জেসিআই ঢাকা সিগনেচার-এর নবনির্বাচিত প্রেসিডেন্ট সুমন সাহা বলেন, “সমৃদ্ধ ঐতিহ্যের এই সংগঠনের এত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিঃসন্দেহে আমার জন্য বেশ সম্মানজনক, এবং একইসাথে তা আমার উপর অনেক প্রত্যাশাও নিয়ে এসেছে। লোকাল প্রেসিডেন্ট হিসেবে আমার লক্ষ্য থাকবে আগামী এক বছর বিভিন্ন টেকসই প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, যা সমাজের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। সংগঠনের বর্তমান সদস্যদের মাধ্যমে সৃজনশীল ও আর্থিকভাবে প্রতিশ্রুতিশীল নানা প্রকল্পের বাস্তবায়ন, এবং নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনের কার্যকলাপ আরও বহুমাত্রিক করে তোলাই হবে আমার লক্ষ্য।”
নতুন এই বোর্ডকে শুভেচ্ছা জানিয়ে জেসিআই ঢাকা সিগনেচার-এর ২০২৪ সালের লোকাল প্রেসিডেন্ট রাইহাতুল জান্নাহ তাবিন জানিয়েছেন, “বিগত এক বছর এই সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে এক অসাধারণ সময় কাটিয়েছি। এই সময়ের নানা অর্জন, শিক্ষা ও চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা আমাদের সামনের দিনগুলোতে চলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নিঃসন্দেহে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিগত দিনে গড়ে তোলা সুদৃঢ় ভিত্তির উপর ভর করে নতুন বোর্ড জেসিআই ঢাকা সিগনেচারকে আরও এগিয়ে নেবে।”

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ফুলবাড়ীগেট বাজার ব্যবসায়ীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনায় যুব কাউন্সিল নির্দেশিকা চূড়ান্ত মূল্যায়ণ সভা অনুষ্ঠিত

গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের কৃতি  শিক্ষার্থীদের সংবর্ধনা 

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রুজভেল্ট জেটি হ্যান্ডলিং ওয়ার্কার্স ইউনিয়নের মিলাদ মাহফিল

ফুলতলার দামোদর ইউনিয়নে ভোটার সমাবেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।