জুলাই শহীদ দিবস এবং মাগুরা প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণে এবং তাদের রুহের মাগফেরাত কামনায় মাগুরা প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিঠুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, ক্লাবের সহ-সভাপতি শামীম আহমেদ খান, কোষাধক্ষ্য অ্যাডভোকেট অমিত মিত্র, সাংবাদিক শরীফ রবিন, আশরাফুল আলম সাগর প্রমুখ।
এ সময় বক্তারা স্বৈরাচার পতনের আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং একই সাথে মাগুরা প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া ও মোনাজাত করেন।