সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ, নেতৃত্বে আছেন যারা | চ্যানেল খুলনা

‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ, নেতৃত্বে আছেন যারা

কোরআন তেলাওয়াত, গীতা, বাইবেল, ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’। দলটির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম ও সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার।

মীম আক্তার বলেন, ইতিহাসে দেখিনি বোনের কাঁধে ভাইয়ের লাশ। আমরা দুই বোনের কাঁধে ছিল ভাইয়ের লাশ।

এরপর আখতার হোসেন মঞ্চে উঠে নতুন এ রাজনৈতিক দলের আংশিক কমিটি ঘোষণা করেন। আখতার জানান, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব। ডা. তাসনীম জারা ও নাহিদা সারোয়ার সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নতুন দলের প্রধান সমন্বয়কারী, আবদুল হান্নান মাসউদকে যুগ্ম সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও সালেহউদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে।

নতুন সংবিধান, গণ পরিষদ নির্বাচন এবং তরুণদের আকাঙ্ক্ষা পূরণে এই দলের আত্মপ্রকাশ করে ‘জাতীয় নাগরিক পার্টি’।

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কূটনীতিকরা। এছাড়া দুপুর থেকে ঢাকার বিভিন্ন এলাকা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্র-জনতা মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হতে থাকেন।

মিছিল নিয়ে তারা মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে যাওয়ার সময়, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ,’ ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়,’ ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ,’ ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা,’ ‘আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘কোটা না মেধা, মেধা মেধা,’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এদিকে অনুষ্ঠানে যোগ দিতে অনেকে ঢাকার বাইরে থেকে সকাল-সকাল রওনা হয়ে দুপুরের আগেই অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন। পরে দুপুর দেড়টার দিকে তারা সেখানে জুমার নামাজ আদায় করেন। নামাজে জাতীয় নাগরিক কমিটির এক নেতা নামাজের ঈমামতি করেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

পিআর পদ্ধতিকে জুলাই চার্টারে অন্তভুক্ত করে গণভোটে জনগণ যে রায় দেবে সবাইকে মানতে হবে: মিয়া গোলাম পরওয়ার

দুই একজন উপদেষ্টা এবং প্রশাসন ষড়যন্ত্র করে একটি দলকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে: মিয়া গোলাম পরওয়ার

বাগদান সম্পন্ন করে বিয়ের আংটি পরলেন ইশরাক

তোমাদের মার্কাতে বাধা দিইনি, অযথা ধানের শীষ নিয়ে টানাটানি কেন: মির্জা ফখরুল

কেউ চেয়ারম্যান-মেম্বার হতে চায় না, সবাই এমপি হতে চায়: শামা ওবায়েদ

আমি নই, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড জনগণ: বিবিসি বাংলাকে তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।