সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
চাকরির বাজারে টিকে থাকতে পড়াশোনার পাশাপাশি সফট স্কিলে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি : উপাচার্য | চ্যানেল খুলনা

খুবিতে ইডিজিই-কেইউসিএসই ডিজিটাল স্কিল ট্রেনিংয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

চাকরির বাজারে টিকে থাকতে পড়াশোনার পাশাপাশি সফট স্কিলে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি : উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেছেন, বর্তমান সময়ে কম্পিউটার শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব যে দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে এবং প্রযুক্তিগত দিক দিয়ে উন্নত বিশ্বের দেশগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই। প্রযুক্তিগত এই পরিবর্তনের সাথে আমাদের দ্রুত খাপ খাওয়াতে হবে। বিশেষ করে চাকরির বাজারে টিকে থাকতে শিক্ষার্থীদের অবশ্যই পড়াশোনার পাশাপাশি সফট স্কিলে দক্ষতা অর্জন করতে হবে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের আয়োজনে ‘ইডিজিই-কেইউসিএসই ডিজিটাল স্কিল ট্রেনিং’ এর ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

উপাচার্য আরও বলেন, বর্তমান যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই)। এর পাশাপাশি নানা ধরনের সফটওয়্যার আমাদের জীবনকে অনেক সহজ করেছে। বর্তমানে শিশুরাও নানা ধরনের প্রযুক্তির প্রতি আকৃষ্ট হচ্ছে। এ ধরনের প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রযুক্তিগত জ্ঞানে দক্ষ করে তুলতে পারে। যার মাধ্যমে তাদের আগামী জীবন আরও প্রস্ফুটিত হতে পারে। শিক্ষার্থীদের জীবনকে ঢেলে সাজাতে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সফট স্কিলে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, পড়াশোনার মাধ্যমে সার্টিফিকেট অর্জনই শেষ কথা নয়। এর পাশাপাশি কো-কারিকুলা ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং নানা ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রোগ্রামের মাধ্যমে নিজেদের বিকশিত করতে হবে। নেতৃত্বদানে সক্ষমতা অর্জন, ক্রীড়া চর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। তিনি এ ধরনের ট্রেনিং প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আইসিটি ডিভিশনের সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। স্বাগত বক্তব্য রাখেন সিএসই ডিসিপ্লিন প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. এস এম রফিজুল হক। সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ট্রেনিং প্রোগ্রামের কো-অর্ডিনেটর প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস এম মাসুম বিল্লাহ। এ সময় ট্রেনিং প্রোগ্রামে অংশ নেওয়া তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই) প্রকল্পের মাধ্যমে এ প্রোগ্রামটি বাস্তবায়ন হচ্ছে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবি উপাচার্যের সাথে টেরে ডেস হোমস্ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন দীর্ঘমেয়াদি অংশীদারিত্বভিত্তিক উদ্যোগ : উপাচার্য

খুবিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি উৎসব রঙিন আকাশে উৎসবমুখর শিক্ষার্থীরা

কুয়েটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

খুবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

খুবি‌ শিক্ষার্থীকে উত্তাক্ত করা আলমগীর গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।