সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে দুদিন ধরে অন্ধকারে তেরখাদা, স্বাভাবিক হয়নি সড়ক যোগাযোগ | চ্যানেল খুলনা

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে দুদিন ধরে অন্ধকারে তেরখাদা, স্বাভাবিক হয়নি সড়ক যোগাযোগ

চ্যানেল খুলনা ডেস্কঃঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে বিদ্যুৎ সরবরাহ লাইনের তার ছিঁড়ে যাওয়ার প্রায় দুই দিন পার হলেও স্বাভাবিক হয়নি খুলনার তেরখাদা উপজেলার বিদ্যুৎ সংযোগ ও সড়ক যোগাযোগ ব্যবস্থা। এ অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার ছয়টি ইউনিয়নের দেড় লাখ মানুষ।

ইতোমধ্যেই নষ্ট হয়ে গেছে বাসা-বাড়ি ও বিভিন্ন দোকানে রাখা হাজার হাজার ফ্রিজের খাদ্যদ্রব্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্য। সেই সঙ্গে নষ্ট হয়ে গেছে ভ্যাকসিন ও সাপোজিটর। এ অবস্থায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল জানান, গত শনিবার রাতের ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ সরবরাহ লাইনের তার ছিঁড়ে যায়। ঘটনার পরই স্থানীয় বিদ্যুৎ বিভাগের কর্মীরা মেরামতের কাজ শুরু করেন। তাদের পক্ষে পুনঃসংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। মঙ্গলবার (১২ নভেম্বর) নাগাদ বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে।

এ দিকে তেরখাদার পাতলা গ্রামের ফিরোজ জানান, ছেলে হাসপাতালে ভর্তি এ জন্য খুলনায় আসতে হচ্ছে। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে রাস্তায় অনেক বাধাবিঘ্ন থাকায় স্বাভাবিকভাবে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে হাসপাতালে আসতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে।

সড়কে যানবাহন বন্ধ থাকার কথা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সড়ক স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে। ইতোমধ্যেই হালকা যানবাহন চলাচল করছে। রাতের মধ্যে ভারী যানচলাচল শুরু হবে।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন চ্যানেল খুলনাকে জানান, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে গাছ পড়ে কিছু জায়গায় রাস্তা বন্ধ ছিল। কিন্তু সোমবার থেকে স্বাভাবিক হয়ে গেছে। শীঘ্রই খুলনা থেকে তেরখাদা সড়কও স্বাভাবিক হয়ে যাবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।