সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
ঘরের দেয়ালেই সাংবাদিকদের পিঠ ঠেকে যাচ্ছে বারবার | চ্যানেল খুলনা

ঘরের দেয়ালেই সাংবাদিকদের পিঠ ঠেকে যাচ্ছে বারবার

চ্যানেল খুলনা ডেস্কঃসাংবাদিকদের অধিকার রক্ষা করতে টেলিভিশনের শীর্ষ পর্যায়ে এমন ব্যক্তিদের আনতে হবে, যারা এই পেশায় সম্পৃক্ত এবং গণমাধ্যম বোঝেন। বারবার ঘরের দেয়ালেই সাংবাদিকদের পিঠ ঠেকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। শনিবার (৭ ডিসেম্বর) সকালে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এসএ টিভির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ মন্তব্য করেন তারা। গত এক সপ্তাহে ৮ জন সাংবাদিক ও অনুষ্ঠান বিভাগের ১০ জন কর্মীসহ মোট ১৮ জনকে এসএ টিভি থেকে চাকরিচ্যুত করা হয়। যার প্রতিবাদে মাঠে নামেন টেলিভিশনটির সংবাদকর্মী ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা।

এ সময় ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, ‘যারা গণমাধ্যম বোঝেন এবং সাংবাদিকতায় সম্পৃক্ত আছেন এমন ব্যক্তিরাই টেলিভিশনের শীর্ষ পদে থাকা উচিত। এ বিষয়ে রাষ্ট্রের কাছে সাংবাদিক সমাজের দাবি- যখন কোনো টেলিভিশন অনুমোদনের বিষয় আসবে, তখন শীর্ষ পদগুলোতে যারা আছেন তারা যথেষ্ট প্রগতিশীল কি না, গণমাধ্যম পরিচালনায় তারা অভিজ্ঞ কি না, এসব বিবেচনা করে যেন অনুমোদন দেওয়া হয়।

অবস্থান কর্মসূচিতে সাংবাদিক নেতারা বলেন, ‘এসএ টিভি কর্তৃপক্ষ যে কাজটি করেছে তা সঠিক নয়। সাংবাদিক ও কর্মচারীদের অনৈতিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। অবিলম্বে চাকরিচ্যুত সাংবাদিক ও কর্মচারীদের চাকরিতে বহাল ও বকেয়া বেতনভাতা প্রদান করতে হবে। অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে প্রয়োজনে কঠিন কর্মসূচিতে যাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এ দিকে সংবাদকর্মীদের চাকরিচ্যুত করার জেরে এসএ টিভি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে মাঠে নামে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা। এমন পরিস্থিতিতে চাকরিচ্যুত সাংবাদিক ও কর্মচারীদের চাকরি বহাল ও সকল সুযোগ-সুবিধা প্রদানে কর্তৃপক্ষকে ৩৬ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। সবশেষে এ দিন সকালে টেলিভিশন কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন সাংবাদিক নেতারা।

প্রসঙ্গত, এসএ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে ২০১৩ সালে যাত্রা শুরু করে এসএ টিভি। এটি সালাহ উদ্দিন আহমদের মালিকানাধীন প্রতিষ্ঠান।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে দলবল নিয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে এলোপাতাড়ি গুলি

শেরপুরে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

পতাকা বৈঠক শেষে তিন বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

মার্কিন নারীর শ্লীলতাহানির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড

চিকিৎসককে মারধরের অভিযোগ: স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের সমন্বয়ক রনির বিরুদ্ধে মামলা

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন ৫ দিনের রিমান্ডে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।