সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
খেজুর দিয়েই কেন ইফতার শুরু করা হয়? | চ্যানেল খুলনা

খেজুর দিয়েই কেন ইফতার শুরু করা হয়?

সারাদিন রোজা রাখার পর সূর্যাস্তের সময় ইফতার করা হয়। ধর্মপ্রাণ মুসলিমরা রমজান মাসজুড়ে এই নিয়মেই রোজা পালন করেন। ইফতার করার সময় প্রত্যেক মুসলমান প্রথমেই খেজুর খেয়ে রোজা ভাঙেন। এরপর পানি ও ইফতারের বাকি পদ খান। তবে জানেন কি, প্রথমেই খেজুর খেয়ে কেন রোজা ভাঙা হয় কিংবা ইফতার শুরু করা হয়? এর কারণ অনেকেই জানেন না।

খেজুর দিয়ে রোজা গোটা বিশ্বজুড়ে একটি প্রচলিত রীতি। রমজান মাসে খেজুরের চাহিদাও দ্বিগুণ বেড়ে যায়। কারণ খেজুর খেয়ে ইফতার শুরু করার পেছনে ধর্মীয় কারণ রয়েছে। আবার পুষ্টিগত তাৎপর্যও রয়েছে।

হাদিস অনুযায়ী, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) খেজুর দিয়ে ইফতার শুরু করতেন। তাই রমজান মাসে খেজুর দিয়ে ইফতার শুরু করা সুন্নত হিসেবেই দেখা হয়। তবে যদি খেজুর না পাওয়া যায়, তাহলে যেকোনো হালাল খাবার খেয়ে কিংবা শুধু পানি দিয়েও ইফতার করা যায়।

রাসূল (সাঃ) বলেছেন, “তোমাদের কেউ রোজা রাখলে, খেজুর দিয়ে যেন ইফতার করে; খেজুর না হলে, পানি দিয়ে ইফতার করো।”

খেজুরের পুষ্টিগুণও অনেক। সারাদিন রোজা রাখার পর খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। খেজুরে গ্লুকোজ, ফ্রুকোজ, এবং সুক্রোজ রয়েছে। যা দ্রুত রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে দেয়। শরীরে শক্তি জোগায়। শরীর দ্রুত সতেজ হয়।

পুষ্টিবিদরা জানান, খেজুর হচ্ছে আঁশ, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিনের মতো অতি প্রয়োজনীয় পুষ্টি উপাদানের উত্স। যা শরীরের ক্ষয় পূরণ করে এবং শরীরের স্বাভাবিক কার্যক্রম ঠিক রাখে। এছাড়াও খেজুরে প্রচুর পানি থাকে। যা সারাদিনের পানির ঘাটতি পূরণ করে। খেজুরে বিদ্যমান চিনি সহজে পরিপাকযোগ্য। তাই খেজুর খেলে পরিপাক ক্ষমতা বেড়ে যায়। পাকস্থলীতে সমস্যা হয় না। পাশাপাশি খেজুরে আঁশ থাকায় কোষ্ঠকাঠিন্যও দূর হয়।

পুষ্টিবিদরা আরও জানান, খেজুরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান থাকে। যা শরীরের কোষগুলোকে যেকোনো রকমের ক্ষতি থেকে রক্ষা করে। এটি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখে। তাই রমজানে রোজা রাখার পর খেজুর খাওয়া অত্যন্ত উপকারী হয়।

https://channelkhulna.tv/

স্বাস্থ আরও সংবাদ

৬৫ শতাংশ নারী পোশাককর্মীর গর্ভধারণ কিশোরী বয়সেই: আইসিডিডিআরবির গবেষণা

দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ দল ঢাকায়

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৩৮৬ জন, একজনের মৃত্যু

বাবা-মায়ের যে ভুলের কারণে শিশুর ঠান্ডা লাগে

আরও ৬ করোনা রোগী শনাক্ত, মৃত্যু নেই

খুলনায় করোনা আক্রান্তে ৪ জনের মধ্যে ৩ জন বয়রা এলাকার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।