সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় বাস মালিক-শ্রমিকদের সড়ক অবরোধ | চ্যানেল খুলনা

খুলনায় বাস মালিক-শ্রমিকদের সড়ক অবরোধ

চার দফা দাবিতে খুলনার বাস মালিক-শ্রমিকরা যৌথভাবে সড়ক অবরোধ করেছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় খুলনার জিরো পয়েন্টে এ অবোরোধ কর্মসূচী পালিত হয়।

পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে নেন।
তাদের দাবিনামা হলো-বিআরটিএ বাস ডিপো-টু-ডিপো যাত্রীবহনের নিয়ম থাকলেও তারা তা করছে না। তারা অবৈধ পন্থায় খুলনা, সাতক্ষীরা, কালিগঞ্জ, শ্যামনগরের লোকাল যাত্রী বহন করছে। এ নিয়ে অন্য কোম্পানীর বাস শ্রমিকদের সাথে প্রায় বিরোধ সৃষ্টি হয়। অবিলম্বে বিআরটিএ বাস নিয়ম অনুযায়ী যাত্রীবহন করবে। সাতক্ষীরা-কালিগঞ্জের কিছু অবৈধ মাইক্রোবাস (মাছের টায়ার গাড়ি হিসেবে পরিচিত) লোকাল যাত্রী টানাটানি ও বহন করে। এ নিয়ে বাস শ্রমিকদের সাথে প্রায় দ্বন্দ্ব হয়। তাদের যাত্রীবহন বন্ধ করতে হবে। থ্রী-হুইলার ও মাহেন্দ্রা জেলার ভিতরে চলার কথা থাকলেও তারা মেট্রোর ভিতরে ঢুকে (খুবির সামনে, পেট্রোল পাম্পের সামনে, জিরো পয়েন্ট) অবৈধভাবে যাত্রী তুলে তা চুকনগর, আঠারো মাইল, সাতক্ষীরায় চলাচল করে। এ নিয়ে বাস শ্রমিকদের সাথে থ্রি-হুইলার চালকদের দ্বন্দ্ব লেগেই থাকে।

বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানালেও কোন সুফল বয়ে আনেনি। থ্রীহুইলার চালকদের অবৈধভাবে যাত্রী বহন বন্ধ করতে হবে। হাইকোট কর্তৃক দেশের দক্ষিণাঞ্চলীয় ১০টি জেলায় স্ব-স্ব জেলা প্রশাসককে সড়কে অবৈধ যান চলাচলে বন্ধের নির্দেশ দেন। সড়কে শৃংখলা ফেরাতে অবিলম্বে সেই আদেশের বাস্তবায়ন চায় বাস মালিকরা। অন্যথায় ক্ষুব্দ বাস মালিক-শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিলে মালিক সমিতি বা শ্রমিক ইউনিয়ন দায় ভার বহন করবে না। এ জন্য প্রশাসন দায়ী থ্কাবে।
খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির স্টাফ শেখ সরওয়ার হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সকালে জিরো পয়েন্টে থ্রি-হুইলার চালকরা বাসে যাত্রী উঠানোকে কেন্দ্র করে বাসের সুপার ভাইজার ও হেলপারকে মারধর করে। খবর পেয়ে উত্তেজিত বাস মালিক ও শ্রমিকরা ঘটনাস্থলে যান ও তাৎক্ষণিক বাস চলাচল বন্ধ করে দেয় এবং সড়ক অবরোধ করেন।

এ সময় হরিণটানা ও লবণচরা থানার ওসি এসে তাদের সাথে কথা বলেন। তারা উধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলে এসব সমস্যা সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

সাবেক যুবদল নেতা মাসুদ ছুরিকাঘাতে গুরুতর আহত

বিআরটিএ খুলনার কার্যক্রম সম্পর্কিত গণশুনানি অনুষ্ঠিত

খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

‘ক্লাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম ইন খুলনা সিটি কর্পোরেশন’ শীর্ষক প্রকল্পের সভা

খুলনা সদর থানার সাবেক ওসি কারাগারে: ডিম ও পচা আম নি‌ক্ষেপ

জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদ আমাদের প্রেরণা জোগায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।