সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় প্রতিনিধি সভায় অধ্যাপক আনু মুহাম্মদঃবিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে সুন্দরবন বাদ দেয়ায় আগেই রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল করতে হবে | চ্যানেল খুলনা

খুলনায় প্রতিনিধি সভায় অধ্যাপক আনু মুহাম্মদঃবিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে সুন্দরবন বাদ দেয়ায় আগেই রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল করতে হবে

অনলাইন ডেস্কঃতেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষার জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, সুন্দরবনের কাছে দু’শতাধিক মারাত্মক ক্ষতিকর কারখানা নির্মাণ করা হচ্ছে। ইউনেস্কো বলেছে, সুন্দরবনের ক্ষেত্রে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর প্রভাব রামপালের চেয়েও ভয়াবহ হবে।  সরকার সুন্দরবন রক্ষায় যথাযথ উদ্যোগ না নিলে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে সুন্দরবনের নাম বাতিলের ঘোষণা দিয়েছে ইউনেস্কো। তিনি বলেন, বিশ্ব ঐতিহ্যর তালিকা থেকে সুন্দরবনের নাম বাদ দেয়ার আগেই রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল করতে হবে।
গতকাল  শুক্রবার সকাল ১০টায় প্রেস ক্লাবের শহিদ হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা জেলার প্রতিনিধিদের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  কমিটির খুলনা জেলা শাখার আহ্বায়ক ও সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য এস এ রশীদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও ইউসিএলবি খুলনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মোস্তফা খালিদ খসরুর পরিচালনায় সভায় বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য ও খুলনা পৌরসভার সাবেক চেয়ারম্যান এড. মোঃ এনায়েত আলী, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মনোজ দাশ, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি খুলনা জেলা আহ্বায়ক এস এম শাহনেওয়াজ আলী, বিশিষ্টজন এড. কুদরত-ই-খুদা, নিতাই গাইন, জনার্দ্দন দত্ত নাণ্টু, এড. শেখ আজাদ হোসেন বেলাল, ফররুখ হাসান জুয়েল, কাজী দেলোয়ার হোসেন, এইচ এম শাহাদাৎ, মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মোড়ল, মিজানুর রহমান বাবু, এড. মোঃ বাবুল হাওলাদার, এম এ কাশেম, রুহুল আমিন, নিত্যানন্দ সরকার, সুখেন রায়, জাতীয় অধ্যাপক সঞ্জয় সাহা, সত্যজিৎ গাইন, আফজাল হোসেন রাজু, নিতাই পাল, আনিসুর রহমান মিঠু, মহেন্দ্রনাথ সেন, মাহবুবুর রহমান মোহন, কাজী মাহফুজুর রহমান মুকুল, এস এম ইকবাল হোসেন বিপ্লব, মাহবুব আলম বাদশা, রোমেল রহমান, জয়ন্ত মুখার্জী, এড. চিত্তরঞ্জন গোলদার,  সাহিদুল ইসলাম, প্রলয় মজুমদার, রুস্তম আলী হাওলাদার, এস এম দেলোয়ার হোসেন, সোহরাব হোসেন, আব্দুল করিম, এড. ডাকুয়া মনছুর, চিত্ত রায়, কোহিনুর আক্তার কনা, ডাঃ হোসনেয়ারা, অনিক হাসান, সৌমিত্র সৌরভ, অমিত রায় প্রমুখ। সভায় অধ্যাপক আনু মুহাম্মদ আরো বলেন, কয়লাভিত্তিক রামপাল প্রকল্পে পাশাপাশি এখন সুন্দরবনের ৪ কিলোমিটার দূরত্বের মধ্যে তেলভিত্তিক আর একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই প্রাণ-প্রকৃতি-পরিবেশ-মানুষ ও অর্থনীতি ধ্বংসের হাত থেকে দেশকে বাঁচাতে সুন্দরবন রক্ষায় সকল সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। সূত্র-সময়ের খবর

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।