সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় ৯ হাজার পিস ইয়াবা ও জাল টাকা জব্দ, ২ রোহিঙ্গা গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনায় ৯ হাজার পিস ইয়াবা ও জাল টাকা জব্দ, ২ রোহিঙ্গা গ্রেপ্তার

নগরীতে রোহিঙ্গা নাগরিকসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৯ হাজার পিস ইয়াবা, জাল টাকার নোট, ভুয়া এনআইডি, মোবাইল জব্দ করা হয়। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালের এ ঘটনায় বিকেল ৫টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দপ্তরে প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার মো. আহসান হাবীব আরও জানান কেএমপি’র ইতিহাসে এটাই সর্ববৃহৎ ইয়াবার চালান আটকের ঘটনা। ইয়াবার এ চালানটি খুলনাকে রুট হিসেবে ব্যবহার করে চট্টগ্রাম থেকে যশোরের নিয়ে যাওয়া হচ্ছিল।

গ্রেফতারকৃতরা হলো- কক্সবাজারের উখিয়ার কুতুপালং ১নং ক্যাম্পের ইস্ট এ ১৬ ব্লকের মোজার মিয়ার ছেলে তৌহিদুল করিম (২৫) ও যশোরের কেশবপুরের শ্রীফল গ্রামের মোঃ শহিদুল খানের ছেলে ইমরান খান (৩২)।

তিনি জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে খুলনায় আগত আউটার বাইপাস রোডের সোনাডাঙ্গা কফি হাউজের সামনে নিউ বলেশ্বর নামের পরিবহনে অভিযান চালিয়ে দু’জনকে সন্দেহজনকভাবে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে একজন নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করে। এসময় তাদের দেহ তল্লাশী করে পিঠেঝোলানো স্কুল ব্যাগের ভিতরে অভিনব কায়দায় রক্ষিত ৯ হাজার পিস ইয়াবা, ৪টি এক হাজার টাকার জাল নোট, ২টি মোবাইল ফোন এবং একটি ভুয়া বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ইমরান খান জানায় যে, রোহিঙ্গা তৌহিদুল করিম যশোর কোতয়ালী থানার ঘোষপাড়া পালবাড়ীতে বাসা ভাড়া নিয়ে থাকে। তারা দু’জনে মিলে নানা কৌশল অবলম্বন করে কক্সবাজার থেকে খুলনা হয়ে যশোর রুটে ইয়াবা চোরাচালান করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানার রেকর্ডপত্র এবং সিডিএমএস পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে। জব্দকৃত মাদকের উৎস, পরিবহনে সহায়তাকারী, অর্থ লগ্নিকারীসহ মাদকের গডফাদারদের সনাক্ত পূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে কেকেবিএইউর স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সাজেকে দুর্ঘটনায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় খুবি পরিবারের শোক

সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় খুবি শিক্ষার্থী নিহত

মোটরসাইকেল চালক-আরোহীকে হেলমেট ব্যবহার করতে হবে : কেএম‌পি কমিশনার

ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির নির্বাচনী সভা অনুষ্ঠিত

হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় নারী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।