বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা মাস্টার শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মূলত শ্রমজীবী মানুষের জন্য একটি কল্যাণকামী সংগঠন। জাতির যেকোন ক্রান্তিকালে ও দুর্যোগকালীন মুহূর্তে শ্রমিক কল্যাণ ফেডারেশন বিপন্ন শ্রমজীবী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আজকের এই প্রয়াস তারই ধারাবাহিকতা। আর্ত-মানবতার কল্যাণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই কল্যাণকামীতা আগামী দিনেও অব্যাহত থাকবে-ইনশা আল্লাহ। খুলনা মহানগরীর উদ্যোগে সুবিধা বঞ্চিত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদানকালে তিনি এ সব কথা বলেন।
মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামানের পরিচালনায় শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক খান গোলাম রসুল। এ সময় মহানগরী সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, এস এম মাহফুজুর রহমান, কাজী মাহফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বুলবুল কবির, দপ্তর সম্পাদক আল হাফিজ সোহাগ, খান মাহবুবুর রহমান জুনায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি এডভোকেট আতিকুর রহমান বলেন, বাংলাদেশের শ্রমিকরা সবচেয়ে বেশি অবহেলিত শ্রেণী । শ্রমিক কল্যাণ ফেডারেশন যে ঐক্য ও নীতি নিয়েছে তা শ্রমিকদের ন্যায্য অধিকার এবং সুসম্মানজনক পদ মর্যাদা ও সঠিক ন্যায্য বন্টন নিশ্চিত করা। ইসলামী সমাজ বিনির্মাণে শ্রমিকসহ সবার দায়িত্ব আছে এই দায়িত্বটি স্মরণ করে দেওয়া উজ্জীবিত করা । এই যে মহান লক্ষ্য নিয়ে এই কাজগুলো বাস্তবায়ন করা আমাদের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, শ্রমিকদের সরলতার সুযোগ নিয়ে একদল লোক তাদের পেশী শক্তি ব্যবহার করছে। নিয়মিত শ্রমিকদের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে যাচ্ছে। সুতরাং এই সমস্ত শ্রমিক ভাইদেরকে শ্রমিক কল্যাণ ফেডারেশনে যোগ দিয়ে ইসলামের ছায়াতলে আসার আহ্বান জানান তিনি।


