খুলনায় এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জিটুজি ২০২৫’ পুনর্মিলনী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী মহানগরের একটি পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাচের সদস্যরা মিলিত হয়ে স্মৃতিচারণ ও আনন্দে মেতে ওঠেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এন ডেভেলপারস লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মো. বখতিয়ার হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, “স্কুল-কলেজ জীবনের বন্ধন কখনো পুরোনো হয় না। কর্মব্যস্ত জীবনের মাঝেও এমন পুনর্মিলনী আমাদের শিকড়ের সঙ্গে নতুন করে যুক্ত করে। এই ব্যাচ থেকে ভবিষ্যতে আরও নেতৃত্ব, উদ্যোক্তা ও সমাজের জন্য কাজ করা মানুষ বেরিয়ে আসবে—এটাই প্রত্যাশা।”
তিনি আরও বলেন, বন্ধুত্ব, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতাই একটি সুন্দর সমাজ গঠনের মূল ভিত্তি। এই ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান আয়োজক কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব হাসানুর রহমান তানজির। তারা বলেন, সবার আন্তরিক সহযোগিতার কারণেই এই বৃহৎ আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
পুনর্মিলনী উপলক্ষে দিনব্যাপী আড্ডা, স্মৃতিচারণ ও গ্রুপ ছবি তোলার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা তাদের পুরোনো দিনের স্মৃতি নতুন করে উপভোগ করেন। অনুষ্ঠানটির শেষ পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক পর্বে কণ্ঠশিল্পী জেমস অনিক, স্পর্শ শিপলু, দোলা দে, বর্ষা আচলসহ অন্যান্য শিল্পীরা সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। গান ও আনন্দের মধ্য দিয়ে এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচের এই পুনর্মিলনী এক আবেগঘন মিলনমেলায় রূপ নেয়।


