সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনাকে মডেল বিভাগ হিসেবে গড়ে তুলতে চাই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী | চ্যানেল খুলনা

খুলনাকে মডেল বিভাগ হিসেবে গড়ে তুলতে চাই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

খুলনাকে মডেল বিভাগ হিসেবে গড়ে তুলতে চাই। প্রধানমন্ত্রীর সদিচ্ছায় খুলনা বিভাগে দ্রুত পরিবর্তন হচ্ছে। ঢাকার সাথে খুলনার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মহাপরিকল্পনার মধ্যদিয়ে খুলনাকে এগিয়ে নেওয়া হচ্ছে। এ বিভাগের ১০ জেলার উন্নয়ন আজ চোখে পড়ার মতো। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ (রবিবার) সকালে বয়রাস্থ খুলনা বিভাগীয় কমিশনারের নতুন কার্যালয় ভবন এবং অডিটোরিয়াম নির্মাণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয় হিসেবে আইকনিক ও দৃষ্টিনন্দন ভবন নির্মাণ পরিকল্পনার সাথে প্রধানমন্ত্রীর সরাসরি সম্পৃক্ততা রয়েছে। তিনি এ ভবনের নকশা প্রণয়ন ও সুযোগ-সুবিধা বিষয়ে নির্দেশনা দিয়েছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এরকম বৃহৎ প্রকল্পের মাধ্যমে দেশ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে জানানো হয়, বিভাগীয় পর্যায়ের দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৩৯ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে একটি বেইজমেন্টসহ ১০তলা অফিস ভবন নির্মাণ করা হবে। আধুনিক সুবিধার অংশ হিসেবে এক হাজার আসনের একটি দ্বিতল অডিটোরিয়াম, বিদ্যুৎ সাব-স্টেশন ও জেনারেটর, ৫৫৫ টন ক্ষমতার এয়ারকুলার, অগ্নি নির্বাপন ব্যবস্থা ও সৌরবিদ্যুৎ ব্যবস্থা এ প্রকল্পে যুক্ত আছে।

খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন। এসময় খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনাররা, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনসহ সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ভবন নির্মাণ কাজ উদ্বোধনের পরে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে খুলনা বিভাগে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

এর আগে সকালে প্রতিমন্ত্রী ‘গ্রিন বেল্ট ফেইজ-২’ প্রকল্পের আওতায় খুলনা জেলায় ১৯ লাখ ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা সার্কিট হাউজ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি খুলনার শামসুর রহমান রোডে এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

সাবেক যুবদল নেতা মাসুদ ছুরিকাঘাতে গুরুতর আহত

বিআরটিএ খুলনার কার্যক্রম সম্পর্কিত গণশুনানি অনুষ্ঠিত

খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

‘ক্লাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম ইন খুলনা সিটি কর্পোরেশন’ শীর্ষক প্রকল্পের সভা

খুলনা সদর থানার সাবেক ওসি কারাগারে: ডিম ও পচা আম নি‌ক্ষেপ

জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদ আমাদের প্রেরণা জোগায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।