সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য পদযাত্রা, আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু সেবা | চ্যানেল খুলনা

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য পদযাত্রা, আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু সেবা

বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং আন্তর্জাতিক দাতা সংস্থা সাইটসেভারস ও দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন-এর সহযোগিতায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য পদযাত্রা, আলোচনা সভা এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও চশমা বিতরণ কার্যক্রম।

দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয় বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে। পদযাত্রা শেষে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমনির বোর্ড অফ ট্রাস্টিজর চেয়ারম্যান ডা. মো. রফিকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল খুলনার তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান মুন্সি মইনুল ইসলাম, ট্রেজারার হারুন আর রশিদ, ম্যানেজিং ট্রাস্টি ডা. মো. নজরুল ইসলাম, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মোস্তফা কামাল, সাইট সেভার্সের বনফুল চুমকি, ওদি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের আমিনুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা চোখের স্বাস্থ্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে নিয়মিত চক্ষু পরীক্ষা ও সঠিক দৃষ্টিসেবা গ্রহণের আহ্বান জানান। পরে প্রেসক্লাব প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও চশমা বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। যেখানে তিন শতাধিক মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন।
দিনব্যাপী এ কার্যক্রমে ছিল উৎসবমুখর পরিবেশ, অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ও দৃষ্টিসেবায় আন্তরিক আগ্রহ। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি খুলনা অঞ্চলে চোখের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

মাগুরায় যুব উন্নয়নের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন।

শিশুদের সুরক্ষায় মিডিয়ার ভূমিকা ও নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য পদযাত্রা, আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু সেবা

৫ জেলার পরিবহন ধর্মঘট স্থগিত, দাবি না মানলে পরবর্তীতে কঠোর কর্মসূচি

বিশ্ব শিক্ষক দিবসে খুলনায় র‍্যালি

দাকোপে চালনা কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।