সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনা জেলা স্টেডিয়ামে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

খুলনা জেলা স্টেডিয়ামে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

খুলনা জেলা স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটল প্রতিযোগিতাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (২৪ নভেম্বর) বেলা ২.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের কার্যালয়স্থ অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আজাদ।

তিনি বলেন, শনিবার জেলা স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ম্যাচ চলাকালে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর চড়াও হয় এবং গায়ে হাত তোলে। এ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী আহত হয়। এমনকি তারা নারী শিক্ষার্থীদের গায়েও হাত তোলে। আহত শিক্ষার্থীরা এখন পর্যন্ত সুস্থ হয়নি। ওই সময়টাতে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের সাথেও খারাপ আচরণ করে। এ ঘটনার পর শনিবার সন্ধ্যা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফোন করে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্নভাবে হুমকি দেয়। এছাড়াও বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন মাধ্যমে বাজে মন্তব্য করে।

তিনি আরও বলেন, নর্থ ওয়েস্টার্নের শিক্ষার্থীরা আমাকে এবং আজীম ইসলাম জীমকে বিতর্কিত করার জন্য নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। যেহেতু আমরা খুলনা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করছি। তাই তারা বিশ্ববিদ্যালয়কে বিতর্কিত করার জন্য আমাদেরকে টার্গেট করেছে। আমরা খবর পেয়েছি, শনিবার রাতে তারা তেঁতুলতলা মোড়ে অবস্থান করে বিশৃঙ্খলার চেষ্টা করেছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, খুলনা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীর সাথে খারাপ আচরণ করলে বা হুমকি দিলে আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেব এবং যারা এর পেছনে ইন্ধন দিচ্ছে, প্রমাণ হাতে পেলেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষার্থী রাতুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেদী হাসান জুবায়ের, ইশরাত মুহাল্লিন, তাহমিদ আলভী, সানজিদা ইসলাম, হাসানুজ্জামান রনি, জিহাদ হাওলাদার, আসিফ খান এবং রাহুল কুমার সরকার।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা

কুয়েটের ২২তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় সততা ও সাহসিকতা অত্যন্ত জরুরি : উপাচার্য

জুলাই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে : উপাচার্য

খুবিতে ‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকীবিদ্যা’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

খুবিতে ‘শহিদ মীর মুগ্ধ বৃত্তি’ পেলেন গণিত ডিসিপ্লিনের ৪ শিক্ষার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।