খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ০২ দিন ব্যাপি ২য় ব্যাচে বিভাগীয় প্রধানদের ই-নথি বিষয়ক প্রশিক্ষণ ১৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সোমবার শুরু হয়েছে। এই ব্যাচের প্রশিক্ষণ আজ মঙ্গলবার শেষ হবে।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান এর সার্বিক দিক নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের বিশটি বিভাগের বিভাগীয় প্রধানরা ই-নথি বিষয়ক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।
উক্ত প্রশিক্ষণ কার্মশালায় রিসোর্সপাসন হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের আইএমসিটি বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়া, রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশনের উপ-পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মনির উল্লাহ ও আইএমসিটি বিভাগের প্রোগ্রামার দ্বিজেন্দ্র চন্দ্র দাস ।