সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুমেক হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ স্বজনদের | চ্যানেল খুলনা

খুমেক হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ স্বজনদের

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ স্বজনদের । রোববার ভোর সাড়ে ৫টায় খুমেকের ২নং সার্জারী বিভাগে রওশন আরা বেবি(৩৫) নামের এ প্রসুতির মৃত্যু হয় ।
স্বজনরা জানান, খুলনা মহানগরীর খালিশপুরস্থ পোর্ট স্কুলের সামনের এলাকার রমজান আলী রাজুর গর্ভবতী স্ত্রী রওশন আরা বেবি(৩৫)কে গত ৯জুন বুধবার খুমেক হাসাপাতালের গাইনী বিভাগে ভর্তি করা হয় । পরদিন ১০ই জুন রাত ১০টায় তার গর্ভের মৃর্ত সন্তান নরমাল ভাবেই প্রসব করেন । রওশন আরা বেবি স্বাভাবিক প্রসব করলেও গাইনী বিভাগের ইউনিট ২ পেইন বেডের কর্মরত ইন্টার্নী ডাক্তার ও নার্সরা রুগির ফুল ছেড়ে ফেলে এবং জরায়ুতে আঘাত করার ফলে রুগির অবস্থার অবনতি হয় । বিষয়টি স্বজনরা জানতে পেরে কর্তবরত চিকিৎক ও নার্সরা তাদের জানায় রুগির অবস্থা ভালো না তাকে অপারেশন করতে হবে । এরপর অপারেশন থিয়েটরে নিয়ে কর্তবরত চিকিৎসকরা রুগির জরায়ু ও খাদ্যনালী কেটে দেয় । ফলে রুগির অবস্থা আরো অবনতি হলে পেইন বেড থেকে রুগীকে রিলিজ দিয়ে সার্জারী বিভাগে বদলী করা হলেও কাগজপত্রে দেখা যায় ঐ বিভাগে ১৪-৬-২০১ নতুন ভর্তি দেখানো হয় । সার্জারী বিভাগে নেওয়ার পর রুগিকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হলেও ৬দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২০-৬-২০২১ ভোর ৫াটায় কর্তব্যরত চিকিৎসক প্রসুতি রওশন আরা বেবিকে মৃত ঘোষণা করেন। তার এই মৃত্যুর সংবাদে স্বজনরা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন ।

নিহতের ভাই মোঃ রানা জানান, আমার বোন রওশন আরা বেবিকে খুমেক হাসপাতালের চিকিৎসকদের ভুল চিকিৎসায় মৃত্যু বরন করেছে । তাকে এক প্রকার হত্যা করা হয়েছে । যেদিন আমার বোন মৃর্ত সন্তান প্রসব করেন তখন সম্পর্ন সুস্থ ছিলো । পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ভুল চিকিৎসার স্বীকার হন আমার বোন । বিষয়টি জানতে পেরে আমি হাসপাতালের পরিচালকের কাছে মৌখিক অভিযোগ করলে তিনি একটি কার্ডে স্বাক্ষর করে বিষয়টি সার্জারী বিভাগের প্রধান বরাবর প্রেরন করেন । তিনি অভিযোগ করে বলেন আমার বোনকে গাইনী বিভাগ থেকে সার্জারী বিভাগে বদলী করা হলেও কাগজপত্রে দেখানো হয়েছে নতুন ভর্তি । এমনকি আমার বোন রওশন আরা বেবিকে গাইনী বিভাগ অপারেশন করেনি মর্মে কাগজপত্র দেয়া হয় সার্জারী বিভাগে । আমি ভুল চিকিৎসায় জরিতদের আমার বোনের হত্যাকারীদের বিচার চাই । খুমেক কর্তৃপক্ষ দায়ী চিকিৎক ও নার্সদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহন না করলে আমি ভুল চিকিৎসায় জরিতদের নামে আদালতে মামলা করবা । হাসপাতালে আগত স্বজনরা কর্তব্যে অবহেলা ও ভুল চিকিৎসায় তাদের রোগি রওশন আরা বেবির মৃত্যু হয়েছে দাবি করে এর সুষ্ঠু বিচার চান।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

কেসিসির অভিযান: অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়

খুলনায় যুবকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা

খুলনায় গণঅধিকার পরিষদের নির্বাচিতদের শপথ

নগরীর অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

খুলনায় শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন একাডেমিক কোচিং সেন্টার বন্ধ থাকবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।