খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনের ’২৪ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় ৩নং একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফার্মেসী ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. সমীর কুমার সাধু ও প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক প্রীতম কুন্ডু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. জামিল আহমেদ শিল্পী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ’২২ ব্যাচের শিক্ষার্থী মোছাঃ সুমাইয়া তাহসিন ও ’২৩ ব্যাচের শিক্ষার্থী মোছাঃ তাবাস্্সুম তোরাবি। নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ’২৪ ব্যাচের সানজিদা ইসলাম সাবা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী মোঃ মশিউক হোসেন সম্রাট ও ফারিয়া ইসলাম সাম্মি।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে নবীনবরণ উপলক্ষ্যে ক্যাম্পাসে এক র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।