সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
খুবি উপাচার্যের সাথে জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ | চ্যানেল খুলনা

খুবি উপাচার্যের সাথে জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন আজ ১৭ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে উপাচার্যকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভূমিকার কথা উল্লেখ করেন। এছাড়া তিনি খুলনা তথা দেশের বিকাশে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন।
উপাচার্য খুলনার নবাগত জেলা প্রশাসককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সরকারের অভীষ্ট লক্ষ্য অর্জনে পারস্পারিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশেষত খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণাসহ কয়েকটি দিকে আলোকপাত করে এসব ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন। জেলা প্রশাসক খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভব সহযোগিতার বিষয়টি উল্লেখ করেন। সাক্ষাতকালে জেলা প্রশাসককে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এস এম আতিয়ার রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, উপ-রেজিস্ট্রার (এস্টেট) কৃষ্ণপদ দাশ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

খুলনা এইচএসটিটিআইতে পেশাগত দক্ষতা উন্নয়ন ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ফুলবাড়ীগেট বাজার ব্যবসায়ীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনায় যুব কাউন্সিল নির্দেশিকা চূড়ান্ত মূল্যায়ণ সভা অনুষ্ঠিত

গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের কৃতি  শিক্ষার্থীদের সংবর্ধনা 

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।