সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
কেএমপিতে শিশু-কিশোরদের মিলনমেলা | চ্যানেল খুলনা

কেএমপিতে শিশু-কিশোরদের মিলনমেলা

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এর আয়োজনে সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ষষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত পৃথক পাঁচটি গ্রুপে খুলনা মহানগরের ২৬ টি স্কুলের ১২০ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় নগরের বয়রা পুলিশ লাইনস ড্রিল শেডে ২১ শে ফ্রেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশু কিশোরদের নিয়ে সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কেএমপি’র এডিসি মিডিয়া মোহা: আহসান হাবীব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ কুতুব উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপ-পুলিশ কমিশনার মো: শাহ নেওয়াজ, উপ-পুলিশ কমিশনার মেরিনা খানম।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের অনেকেই জানান, এই প্রথম কেএমপি পুলিশ লাইন্সে এধরনের একটি চমৎকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যা তাদের সন্তানদের জীবনে চমৎকার স্মৃতি হয়ে থাকবে। এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য তারা খুলনা মেট্রোপলিটন পুলিশ পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একইসাথে এধরনের আরো প্রতিযোগিতা অনুষ্ঠান করার জন্য আহ্বান জানান।
পাঁচ সদস্য বিশিষ্ট বিচারক প্যানেলের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড এ প্রতিযোগিতায় রায় দেয়। পরে প্রদান অতিথি অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ কুতুব উদ্দিন বিজয়ীদের হাতে সার্টিফিকেট এবং পুরস্কার তুলে দেন।
এসময় তিনি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদেরকে অভিনন্দন জানান এবং উৎসাহ প্রদান করেন।
তিনি আরো বলেন, কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশ এবং পুলিশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। একটি সুস্থ জাতি গঠনে জ্ঞানভিত্তিক শিক্ষার কোন বিকল্প নেই। আমাদের সন্তানরা যেন সৃজনশীল মানসিকতা নিয়ে বড় হতে পারে। তার জন্য আমাদেরকেই দায়িত্ব নিতে হবে। আমাদের সন্তানরা যেন দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে মানবিক মূল্যবোধে জাগ্রত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে, এজন্য তাদেরকে তৈরি করতে হবে। তাদের জন্য মেধাবৃত্তিক আরো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা নিতে আশাবাদ ব্যক্ত করেন। তিনি শিশুদের পাশাপাশি অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উক্ত আয়োজনে খুলনা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কেএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির অভিযান: অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়

খুলনায় যুবকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা

খুলনায় গণঅধিকার পরিষদের নির্বাচিতদের শপথ

নগরীর অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

খুলনায় শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন একাডেমিক কোচিং সেন্টার বন্ধ থাকবে

খুলনা সাব- রেজিস্ট্রি অফিসের সামনে যুবককে গুলি করে হত্যা চেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।