
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ-এর অবসর গ্রহণ উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের বিদায়ী শিক্ষক প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, ডিন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদ, প্রফেসর ড. আব্দুর রকিব মোহাম্মদ জালাল উদ্দিন জামালী, ডিন, সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদ, প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, রেজিস্ট্রার। বক্তাগণ প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় তাঁর অসামান্য অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
সভাপতিত্বের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর মহোদয় বিদায়ী শিক্ষকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে বিদায়ী শিক্ষককে বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।


