সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
উন্নত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উদ্ভাবনী জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে হবে : কুয়েট ভিসি | চ্যানেল খুলনা

উন্নত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উদ্ভাবনী জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে হবে : কুয়েট ভিসি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ দিনব্যাপী ন্যাশনাল কেমিক্যাল ফেস্ট ‘রিয়েক্ট্রা ১.০’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সভাকক্ষে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা এবং উন্নত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উদ্ভাবনী জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে হবে। এই ধরণের জাতীয় পর্যায়ের আয়োজন শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা বৃদ্ধি করবে এবং দেশের শিল্প খাতের উন্নয়নে নতুন নতুন আইডিয়া সৃষ্টিতে সহায়ক হবে”। কুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক।

উল্লেখ্য, ওস্তাদ (স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম) নিবেদিত এই ন্যাশনাল কেমিক্যাল ফেস্টে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। দুই দিনব্যাপী এই উৎসবে কেস স্টাডি কম্পিটিশন, পোস্টার প্রেজেন্টেশন, গেমিং কনটেস্ট, ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স এবং বিশেষ আকর্ষণ হিসেবে রাসায়নিক জ্বালানি চালিত গাড়ির প্রতিযোগিতা ‘কেম-ই-কার’ অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে শিক্ষার্থীদের জন্য রয়েছে ৩ লক্ষাধিক টাকার প্রাইজ পুল। ২২ ও ২৩ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত চলমান এই উৎসবে বিভিন্ন টেকনিক্যাল সেশন ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্টগুলো তুলে ধরার সুযোগ পাবেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা ২ আসনে হাতপাখা প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

কপিলমুনিতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর প্রচার মিছিল

যোগিপোলে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ

উন্নত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উদ্ভাবনী জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে হবে : কুয়েট ভিসি

গাভীর দুধ উৎপাদন বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে লাইভ ইস্ট ও তিসি বীজ

সাংবাদিকদের জন্য ফ্যাক্টচেকিং ও তথ্য যাচাই এখন অপরিহার্য দায়িত্ব : উপ-উপাচার্য

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।