Oplus_131072
তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়তে তরুণদের আর্থিক বিষয়ে সচেতনতা ও ধারণা প্রদানের লক্ষ্যে জনতা ব্যাংক কুয়েট কর্পোরেট শাখার উদ্যোগে “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষ্যে গ্রাহক সেবা পক্ষ পালিত হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কর্মসূচির শেষ দিনে খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ অধ্যায়নরত শিক্ষার্থী ও স্থানীয় তরুণ তরুণীরা এ গ্রাহক সেবায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনার নির্বাহী পরিচালক, মোঃ রুকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের খুলনা বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপক ও ইনচার্জ আবুল কালাম আজাদ, উপ-মহাব্যবস্থাপক মোঃ মফিজুল ইসলাম, এরিয়া অফিস খুলনার উপ-মহাব্যবস্থাপক মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক কুয়েট কর্পোরেট শাখার ইনচার্জ মোঃ আঃ হামিদ শেখ।