
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ গেস্ট হাউজ কাম ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এই সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের গতিশীলতা বৃদ্ধি এবং কর্মকর্তাদের পারস্পরিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কর্মকর্তাগণ প্রশাসনের এক অবিচ্ছেদ্য অংশ। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক র্যাঙ্কিং ও ভাবমূর্তি উন্নয়নে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। আপনাদের যেকোনো যৌক্তিক দাবি ও পেশাগত সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা আন্তরিক ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমি আশা করি, আপনারা সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করে কুয়েটের সুনাম দেশ ও বিদেশে ছড়িয়ে দেবেন”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হক। তিনি এসোসিয়েশনের বিগত বছরের সাফল্যসমূহ তুলে ধরেন এবং কর্মকর্তাদের অধিকার আদায়ে সংগঠনের বলিষ্ঠ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী বাদশা মোঃ হারুন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।


