সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
কুমিল্লায় আরও একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের খোঁজ মিলল | চ্যানেল খুলনা

কুমিল্লায় আরও একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের খোঁজ মিলল

কুমিল্লায় আরও একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার হয়েছে। কুমিল্লার লালমাই পাহাড়ে খোঁজ মিলেছে এই প্রাচীন সভ্যতার। কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের দক্ষিণ অংশে কথিত বালাগাজীর মুড়ায় পুরাকীর্তি অনুসন্ধানে কাজ শুরু করেছে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর।

খননের মাধ্যমে অনুসন্ধানের ফলে ছোট ছোট প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ বের হয়ে আসতে শুরু করেছে প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ।

পরিদর্শনকালে দেখা যায়, বড় বড় ইট দিয়ে তৈরি প্রায় ছয় ফুট চওড়া প্রাচীন একটি দেয়ালের অংশবিশেষ উন্মোচিত হয়েছে, যা হয়তো কোনো স্থাপনার কর্নার। খননকালে মৃৎপাত্রের ভগ্ন টুকরোবিশিষ্ট তিন-চার ফুট পুরু একাধিক মাটির স্তর সরানোর পরে সন্ধান মেলে প্রাচীন সভ্যতার ঐতিহ্যবাহী দেয়ালের এ ধ্বংসাবশেষ। বালাগাজীর মুড়া নামে পরিচিত প্রত্নতাত্ত্বিক স্থানটিতে উন্মোচিত প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ লালমাই ময়নামতিতে আবিষ্কৃত হাজার বছর আগের প্রত্নতাত্ত্বিক স্থান শালবন বিহার, আনন্দ বিহার, ভোজ বিহার, ইটাখোলা ও রূপবান মুড়ার প্রাচীন মন্দির ও বিহারের ধ্বংসাবশেষের সমসাময়িক হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান টিম।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কৌতূহলী মানুষ প্রতিদিন ভিড় জমাচ্ছেন প্রত্নস্থলটি এক নজর দেখার জন্য। ইতোমধ্যে খবর পেয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও খনন কাজ শুরু করেছে। তাদের তত্ত্বাবধানে চলছে নিদর্শন উদ্ধারের কাজ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি শত বছরের পুরোনো কোনো স্থাপনার অংশ হতে পারে। তবে চূড়ান্ত তথ্য নিশ্চিত হতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিশ্লেষণ ও গবেষণা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন, এই আবিষ্কার হয়তো ধর্মপুর গ্রামের ইতিহাসের একটি গৌরবময় অধ্যায় উন্মোচন করবে এবং ভবিষ্যতে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিতি পেতে পারে।

কুমিল্লার ময়নামতি মিউজিয়ামের কাস্টডিয়ান মো. শাহিন আলম বলেন, এপ্রিল মাসের প্রথম দিক থেকে বালাগাজীর মুড়ায় প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান কাজ শুরু করা হয়েছে, যা জুন মাস পর্যন্ত চলবে। বালাগাজীর মুড়া স্থানীয়দের কাছে চারাবাড়ি নামে সুপরিচিত। মূলত এ প্রত্নতাত্ত্বিক স্থানটির উপরিভাগে প্রচুর চারা অর্থাৎ মৃৎপাত্রের ভগ্ন টুকরো থাকায় স্থানীয়ভাবে এ নামকরণ হয়।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. মোছা. নাহিদ সুলতানা বলেন, প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনা করে আজ থেকে প্রায় ৮০ বছর আগে বালাগাজীর মুড়াকে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থান ঘোষণা করা হয়, যা ১৯৪৫ সালের শিমলা গেজেটে প্রকাশ করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলমের অনুমোদন ও নির্দেশনা নিয়ে এ বছর কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় অবস্থিত বালাগাজীর মুড়ায় খনন ও অনুসন্ধান কাজ পরিচালনা করা হচ্ছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কুমিল্লায় আরও একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের খোঁজ মিলল

আবারও বিএসএফের গুলি, বাংলাদেশী তরুণ নিহত

সীমান্তে টিকটক করার সময় মামা-ভাগনেকে নিয়ে যায় বিএসএফ, ছাড়া পেলেন যেভাবে

সাংবাদিকের চাকরি খাচ্ছিও না, দিচ্ছিও না: প্রেস সচিব

মধ্যরাতে তালাকপ্রাপ্ত নারীর ঘরে পুলিশ সদস্য, কালেমা পড়ে বিয়ের দাবি

দুই কৃষককে নিয়ে গেল বিএসএফ, দুই ভারতীয়কে আটকে রেখেছে গ্রামবাসী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।