সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
কার স্বার্থে থমকে যাচ্ছে খুলনার নভোথিয়েটার? | চ্যানেল খুলনা

কার স্বার্থে থমকে যাচ্ছে খুলনার নভোথিয়েটার?

মো. ছাব্বির ফকির: গত ২৫ এপ্রিল খুলনা প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ১৪৪ বছর পূর্ণ হল। ১৪৪ বছরে খুলনার রয়েছে উত্থান পতনের নানান ইতিহাস। দেশের অন্যতম গুরুত্বপুর্ন ও ঐতিহ্যবাহী খুলনা শহরের এক সময় বিশেষ খ্যাতি ছিল শিল্পাঞ্চলের জন্য। সুন্দরবনের গাওয়া কাঠের উপর নির্ভর করে গড়ে উঠেছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ‘খুলনা নিউজপ্রিন্ট মিল’ । এই কাগজ কলে বছরে ৫০ হাজার মেট্রিক টন কাগজ উৎপাদিত হতো। ২০০২ সালের ৩০ নভেম্বর খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেড বন্ধ করে দেওয়া হয়। এছাড়া খুলনায় ৯ রাষ্ট্রায়ত্ত পাটকল অবস্থিত। ২০২০ সালের ১ জুলাই তৎকালীন আ.লীগ সরকার মিলগুলি বন্ধ করে দেয়। একে একে খুলনা তার জৌলুস হারাতে শুরু করে। বিগত বছরগুলোতে খুলনায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের স্বপ্ন দেখালেও আদতে বাস্তবায়ন হয়নি কোনটিই। তেমনি একটি প্রকল্প খুলনা নভোথিয়েটার। খুলনায় নভোথিয়েটার স্থাপন নিয়ে আলোচনা চলছে গত একযুগ ধরে। স্থান নির্ধারণ সংক্রান্ত জটিলতা কাটিয়ে ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি একনেকে অনুমোদন পায় প্রকল্পটি। ইতোমধ্যে দরপত্র তৈরি হয়েছে। জমিও হস্তান্তর হয়েছে। কিন্তু শেষ সময়ে এসে প্রকল্প থেকে পিছু হটছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। প্রকল্পটি বাতিলের একটি প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এখানেই খুলনার সাধারণ মানুষের মনে প্রশ্ন দানা বেধেছে। খুলনার উন্নয়ন বারবার বাধাগ্রস্ত হচ্ছে কেন? কারা এর পিছনের কল কাঠি নাড়ছে?

২০১২ সালে খুলনা নভোথিয়েটারের জন্য জমি খোঁজা শুরু হয়। জমি খুঁজতেই সময় গেছে ১০ বছর। ইতোমধ্যে চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও রংপুরে নভোথিয়েটারের কাজ শুরু হয়েছে। ২০২২ সালে খুলনা নগরীর সিএন্ডবি কলোনির ১০ একর জমিতে নভোথিয়েটার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। খুলনায় নভোথিয়েটারের প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৫৫৩ কোটি টাকা। গতবছর ২৩ এপ্রিল নভোথিয়েটার নির্মাণের জন্য কলোনির ৮ দশমিক ৩৫১ একর জমি নভোথিয়েটার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে গণপূর্ত বিভাগ। প্রকল্প এলাকায় বর্তমানে একটি মাঠ রয়েছে। সেখানে বিভিন্ন এলাকার শিশু-কিশোর খেলাধুলা করে। মাঠের আবেগ কাজে লাগিয়ে প্রকল্পের বিরোধিতায় নামে একটি পক্ষ। কলোনির খেলার মাঠ নষ্ট করে নভোথিয়েটার নির্মাণ কাজ বন্ধের দাবিতে মানববন্ধন করে কলোনিবাসী। ওই মানববন্ধনে তারা দাবি করেন- ‘খুলনা শহরের ঐতিহ্যবাহী খেলার মাঠ সংশ্লিষ্ট সাবেক সরকারের কিছু অসাধু কর্মকর্তার খামখেয়ালি সিদ্ধান্তের কারণে নষ্ট হতে চলেছে’। তবে সাংবাদিকতা করার কারণে আমি খুলনা জেলার বিভিন্ন সাংস্কৃতিকমনা মানুষ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। সবাই প্রকল্পটি বাস্তবায়নের পক্ষেই কথা বলেছেন। শুধু কলোনিবাসী এই প্রকল্প বাস্তবায়নে বাধা দিয়ে আসছেন। এখানে প্রশ্ন, কেন সিএন্ডবি কলোনিবাসী এই প্রকল্পে বাধা হয়ে দাড়িয়েছেন?

খুলনার জোড়াগেটের সিএন্ডবি কলোনিতে বসবাসরত অধিকাংশ মানুষ অবৈধভাবে থাকার কারণে তারা চান না এখানে নভোথিয়েটার হোক। এই প্রকল্প বাস্তবায়ন হলে তারা তাদের অবৈধ বাসস্থান হারাবেন। কলোনির অধিকাংশ বিল্ডিং জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ । অনেকে জীবনের মায়া ত্যাগ করেই এসব ভবনে বাস করছেন এবং বাসিন্দাদের বিরাট অংশই বহিরাগত। গণপূর্ত বিভাগ সঠিক ভাড়া পাচ্ছে না। গণপূর্ত বিভাগ থেকে জানা গেছে, ষাটের দশকে তৈরি খুলনা সিএন্ডবি কলোনি নিয়ে নতুন মাস্টারপ্ল্যান তৈরির কাজ চলছে। এর আওতায় পুরাতন ভবনগুলো ভেঙে ফেলে সেখানে বহুতল আধুনিক ভবন নির্মাণ হবে। এছাড়া আধুনিক খেলার মাঠ ও পার্ক নির্মাণ হবে।

২০২৪ সালের ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় খুলনা সার্কিট হাউজ অডিটোরিয়ামে নভোথিয়েটার প্রকল্প নিয়ে একটি সভা হয়েছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নভোথিয়েটারের অতিরিক্ত সচিব মো. নুরুল আলম। এছাড়া খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও ছাত্র প্রতিনিধিরা এবং খুলনায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সেই মতবিনিময় সভায় বিএনপির উপস্থিত দুই নেতা বলেন, ‘খুলনায় নভোথিয়েটার খুবই প্রয়োজন। আমরা নভোথিয়েটারের পক্ষে আছি’। তারা ছাড়াও ছাত্রপ্রতিনিধিরা বলেন , ‘আমরাও এই প্রকল্পের পক্ষে কাজ করবো। খুলনা থেকে এই প্রকল্প হাত ছাড়া করা যাবে না এটা বাস্তবায়ন করা আমাদের সকলের দায়িত্ব’। খুলনার কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সামাজিক সংগঠনকে নভোথিয়েটার প্রকল্প বাতিল বা বাধা দিতে এখনো দেখা যায়নি। খুলনার মানুষ খুলনার প্রশাসন, সরকার সবাই খুলনার উন্নয়নে একমত। এরপরও কেন বন্ধ হচ্ছে খুলনার নভোথিয়েটার প্রকল্প এই প্রশ্ন এখন খুলনাবাসীর?
লেখক : সাংবাদিক

https://channelkhulna.tv/

খোলামত আরও সংবাদ

এরশাদ শিকদার আমার চাকরিজীবনের আশীর্বাদ

‘ছাত্ররা আমার কথা শুনলো না, শুনলো ভুট্টো সাহেবের কথা’

প্রিয় মানুষকে অনুকরণ এবং অনুসরণের মাধ্যমে ভালোবাসার প্রকাশ ঘটে

সহনীয় মূল্যে ইলিশ : মডেল উদ্ভাবন

গণঅভ্যুত্থান পরবর্তী ভিন্ন বাংলাদেশ, ক্রীড়াঙ্গনেও সফলতা

আরেক অর্জন: নিয়ন্ত্রিত হতে যাচ্ছে দ্রব্য মূল্য

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।