সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
করোনাকালে কেমন হলো ক্রিকেটারদের ঈদ | চ্যানেল খুলনা

করোনাকালে কেমন হলো ক্রিকেটারদের ঈদ

ঈদুল ফিতরের মতো করোনাভাইরাস মহামারির প্রভাব পড়েছে কোরবানির ঈদেও। ইচ্ছা থাকলেও সংক্রমণের ভয়ে মন খুলে আনন্দ প্রকাশ করতে পারা যাচ্ছে না। আপামর জনসাধারণের মতো অনেকটা ঘরবন্দী ঈদ উদ্‌যাপন করতে হচ্ছে ক্রিকেটারদেরও।

ঈদ উপলক্ষে ভক্ত কূলকে শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, তাসকিন আহমেদরা।
রোজার ঈদের মতো কোরবানির ঈদও যুক্তরাষ্ট্রে উদ্‌যাপন করছেন দেশসেরা ক্রিকেটার সাকিব। সঙ্গে স্ত্রী ও দুই কন্যা।

কোরবানির ঈদের তাৎপর্য তুলে ধরে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তারকা এই অলরাউন্ডার লিখেছেন- “মহান আল্লাহর নির্দেশে ত্যাগের অঙ্গীকার পালনের দিনটিই হলো ঈদ-উল-আজহার দিন। আল্লাহ আমাদের সকলকে সমান ভালোবাসা ও শক্তি দান করুন। আশপাশের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসুন ঈদের আনন্দ ছড়িয়ে দেই চারদিকে। ”

ঈদ উপলক্ষে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় দলের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। তিনি লিখেছেন- “সবাইকে সালাম…সর্ব শক্তিমান আল্লাহ আমাদের সবার কোরবানি ও সকল ভালো কাজগুলো কবুল করুন। আমাদের দুনিয়া ও আখিরাতে এর পুরস্কার দিন। ”

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তার অফিশিয়াল পেজে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদ মোবারক।

আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুন। ” জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন লিখেছেন- “ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক আমাদের জীবন। সবাইকে রইল পবিত্র ঈদ-উল আজহার এর শুভেচ্ছা। ঈদ মোবারক। ”

মোস্তাফিজুর রহমান লিখেছেন- “সারা বিশ্বের মুসলিম ভাই-বোনদের ঈদের শুভেচ্ছা। শুভ এই উপলক্ষ আপনাদের প্রত্যেকের জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনুক। ”

অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক তার পোস্টে লিখেছেন, “ঈদ মোবারক। আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুন। ”

এ ছাড়া ঈদ উপলক্ষে সাইফউদ্দিন, তাসকনিরা ঈদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

প্রীতির গোলে এগিয়ে বাংলাদেশ

‘কে পরিশ্রম করছে, কে ফাঁকি দিচ্ছে, সহজেই ধরতে পারেন কোচ’

ভুটানের ক্লাবে এবার বাংলাদেশ অধিনায়ক

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি কোথায় দেখবেন

পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়া উইন্ডিজ ক্রিকেটারের বড় লাফ, ব্রেভিসেরও বিশাল উন্নতি

জিতলেই পাচ্ছেন অর্থ, সেমিতে উঠলে বাড়িও পাবেন কেনিয়ান ফুটবলাররা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।