
খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গণমিছিলটি বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশের প্রধান অতিথি সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, জনগণের ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সুশাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কয়রা ও পাইকগাছা উপজেলার সার্বিক উন্নয়ন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তিনি জনগণের সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
কপিলমুনি বাজারে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ। সেক্রেটারি মো. আলতাফ হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী, সেক্রেটারি মো. অয়েস কুরুনী, পাইকগাছা পৌরসভা আমীর ডা. আসাদুল হক, সেক্রেটারি মো. মিজানুর রহমান, ১ নং হরিঢালী ইউনিয়ন আমীর মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা হুসাইন আহম্মদ, ২ নং কপিলমুনি ইউনিয়ন আমীর মো. রবিউল ইসলাম, সেক্রেটারি মো. রুহুল কুদ্দুস, ৩ নং লতা ইউনিয়ন আমীর মো. হারুনার রশিদ, সেক্রেটারি হাফেজ ওমর ফারুক, ৭ নং গদাইপুর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মজিদ, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ৮ নং রাড়ুলি ইউনিয়ন আমীর হাফেজ তৌহিদুজ্জামান, সেক্রেটারি মো. নজরুল ইসলাম প্রমুখ।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনী পরিবেশ বজায় রেখে জনগণের কাছে জামায়াতের আদর্শ ও কর্মসূচি পৌঁছে দিতে নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি জনগণের অধিকার আদায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াত প্রার্থীর পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
পথসভা ও সমাবেশে নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের কাছে জামায়াত প্রার্থীর বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।


