সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
কটিয়াদী পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জসিমের মতবিনিময় | চ্যানেল খুলনা

কটিয়াদী পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জসিমের মতবিনিময়

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মেয়র হিসেবে প্রার্থী হতে চান দৈনিক বাংলা সময়ের নির্বাহী সম্পাদক খ্যাতিমান সাংবাদিক হামিদ মো. জসিম।মনোনয়ন প্রত্যাশী এই সাংবাদিক স্থানীয় গণমাধ্যমকর্মী, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে মতবিনিময় সভা করেছেন।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কটিয়াদী সদরের স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হামিদ মো. জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সভাপতি কুদ্দুস আফ্রাদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক ইত্তেফাকের সাবেক যুগ্ম বার্তা সম্পাদক, দেশ পত্রের সম্পাদক আব্দুল বারি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান এবং বাচসাস সদস্য হাফিজুর রহমান।

কটিয়াদী সমাচারের সম্পাদক সারোয়ার হোসেন শাহীন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কটিয়াদী সাহিত্য সংসদের সভাপতি মেরাজ রাহীম, সাধারণ সম্পাদক প্রভাষক দীপা বর্মন, কবি আবদুর রহমান রুমী, সাংবাদিক ফজলুল হক জোয়ারদার আলমগীর, ফখর উদ্দিন ইমরান, ব্রজ গোপাল বণিক, রুহুল আমিন রাজু, উবায়দুল্লাহ আকন্দ ভূবন প্রমুখ।

বক্তারা হামিদ মো. জসিমকে কটিয়াদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন দিতে দলের মনোনয়ন বোর্ডের প্রতি আহ্বান জানান। তারা বলেন, হামিদ মোহাম্মদ জসিমকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হলে বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এসময় মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী হামিদ মোহাম্মদ জসিম বলেন, পৌরসভাকে একটি আধুনিক উন্নতমানের পৌরসভা বিনির্মাণে নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির সকল প্রকার ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি করছি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

কে এই আতাউর রহমান বিক্রমপুরী

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

‘মেয়েদের ফুটবলে বাধা দিতে খোঁড়া হয়েছিল মাঠ’

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।