সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
এশিয়া কাপের আগে ‘ছোট দলের’ বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ, কারণ... | চ্যানেল খুলনা

এশিয়া কাপের আগে ‘ছোট দলের’ বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ, কারণ…

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষ। জাতীয় দলের ক্রিকেটাররা এখন পার করছেন অবসর সময়। তবে বিশ্রামে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগ। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিরিজ খেলার চেষ্টা করছে বিসিবি।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভি আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এশিয়া কাপের সূচি প্রকাশ করেছেন। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত, আয়োজক সংযুক্ত আরব আমিরাত। এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে এই সময়ের মধ্যে লম্বা বিশ্রাম না দিয়ে লিটন দাসদের খেলার মধ্যে রাখতে চায় বিসিবি। এজন্য সংক্ষিপ্ত টি–টোয়েন্টি সিরিজ আয়োজনের চিন্তাভাবনা চলছে।

আজ বিকেলে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমরা চাইছি এশিয়া কাপের আগে অন্তত একটি প্রস্তুতি সিরিজ খেলতে। শুরুতে ভারতের বিপক্ষে একটি সিরিজের পরিকল্পনা ছিল। তারা আসবে এমন হিসেব করেই আমরা প্রস্তুতিও নিচ্ছিলাম। কিন্তু সূচি পরিবর্তন হওয়ায় এখন তারা আসছে না।’

টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেটের বর্ষপঞ্জি এফটিপিতে দেখা যাচ্ছে, আগস্টে আয়ারল্যান্ড ছাড়া বাকি টেস্ট খেলুড়ে দেশ ব্যস্ত থাকবে। এমনকি আফগানিস্তান ক্রিকেটও ব্যস্ত থাকবে আগস্টের শেষ ভাগে সিরিজ খেলায়। তাই তো বিকল্প খুঁজতে গিয়েই উঠেছে ছোট দলের সঙ্গে সিরিজ খেলার ভাবনা বিসিবির। এ প্রসঙ্গে ফাহিম বলেন, ‘এই মুহূর্তে বড় কোনো দল খেলার জন্য ফ্রি নেই। আমরা তাই দেখছি, নেপাল বা নেদারল্যান্ডসের সঙ্গে একটা সংক্ষিপ্ত সিরিজ আয়োজন করা যায় কি না। ঘরের মাঠে না পারলে বাইরে গিয়েও খেলতে পারি।’

সবকিছু চূড়ান্ত না হলেও আলোচনা বেশ এগিয়েছে বলেই জানান ফাহিম। বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্তে পৌঁছাতে চাই। সবকিছু ঠিক হলে দ্রুত জানিয়ে দেওয়া হবে।’

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

মান্ধানাদের ম্যাচ ফি দ্বিগুন, জ্যোতিদের কত

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন খুলনায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

বার্সেলোনা কিনতে ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব সৌদি যুবরাজের

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

থ্রো থেকে সরাসরি গোল, বাংলাদেশ ফুটবল লিগে অদ্ভুতুড়ে ঘটনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।