সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
একসঙ্গে তিন ছেলের জন্ম দিয়ে দুশ্চিন্তায় দম্পতি | চ্যানেল খুলনা

একসঙ্গে তিন ছেলের জন্ম দিয়ে দুশ্চিন্তায় দম্পতি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের এক দম্পতি একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। তবে এদের ভরণপোষণ নিয়ে দুশ্চিন্তায় এ দম্পতি। আগে আরও তিন ছেলে রয়েছে তাদের।

নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের বাসিন্দা দিনমজুর অলি মিয়ার স্ত্রী হাছেনা বেগম (৩২) এক সঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দেন। একদিকে সন্তান জন্মের আনন্দ, অন্যদিকে ভরণপোষণের দুশ্চিন্তায় দিন কাটছে দিনমজুর স্বামী অলি মিয়ার।

রোববার (২৯ জুন) রাতে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ভৈরব শহরের হলিটাচ মেডিকেল কেয়ার অ্যান্ড হাসপাতালে সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন হাছেনা। তাদের আরও তিন ছেলে রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৯ জুন বিকাল সাড়ে ৩ টার দিকে প্রসব ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন হাছেনা। পরীক্ষা-নিরীক্ষার পর গর্ভে তিন সন্তান থাকার বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা। পরে সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম হয় তিন ছেলের।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল আলম জানান, এটি তাদের হাসপাতালে প্রথম একসঙ্গে তিন সন্তান জন্ম নেওয়ার ঘটনা। এমন ব্যতিক্রমী ঘটনায় হাসপাতালের পক্ষ থেকেও পরিবারের প্রতি সহযোগিতা করা হচ্ছে।

হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. শফিকুল ইসলাম জানান, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মা ও তিন নবজাতককে সুস্থ অবস্থায় প্রসব করানো হয়েছে।

তিন নবজাতকের বাবা অলি মিয়া বলেন, একসঙ্গে তিন সন্তান পেয়ে খুবই খুশি। কিন্তু দিনমজুরি করে আগের সন্তানদেরই ঠিকমতো খরচ চালাতে পারি না। এখন নতুন করে তিন সন্তানের খরচ নিয়ে দুশ্চিন্তায় আছি।

হাছেনার শাশুড়ি আওলিয়া বেগম বলেন, আল্লাহর অশেষ রহমতে আমার ছেলের ঘরে একসঙ্গে তিন নাতি এসেছে। আমরা খুবই খুশি। চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞ। তবে আমার ছেলে অন্যের কাজ করে সংসার চালায়, এখন তার উপর চাপ আরও বাড়বে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

২ বন্ধুর বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

সরকারি স্কুলের গাছ কেটে বাড়িতে নিলেন বিএনপি নেতা

হাত-পা বেঁধে নারীকে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল, যা বলল পুলিশ

বাবাকে তাবলিগ জামাতে পাঠিয়ে অপহরণের নাটক দুই মেয়ের

আসামি ধরতে গিয়ে মারধরের শিকার এসআই

মাদ্রাসাছাত্র হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।