সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
উপকূলীয় অঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় গাছের ভূমিকা অনস্বীকার্য : খুবি উপাচার্য | চ্যানেল খুলনা

উপকূলীয় অঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় গাছের ভূমিকা অনস্বীকার্য : খুবি উপাচার্য

বৃক্ষ অক্সিজেন নির্গমণ ও কার্বন-ডাই-অক্সাইড শোষণের মাধ্যমে আমাদের বেঁচে থাকতে সহায়তা করে। উপকূলীয় অঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় গাছের ভূমিকা অনস্বীকার্য। আমাদের জীবন-জীবিকার সঙ্গে বৃক্ষের সম্পর্ক অবিচ্ছেদ্য। একটি চারা গাছ বৃক্ষে পরিণত হওয়া পর্যন্ত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে আমাদের সচেতন ভূমিকা রাখতে হবে। পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও সঠিক পরিচর্যার মাধ্যমে ক্যাম্পাস আজ এক খন্ড সবুজ ভূমিতে পরিণত হয়েছে, যা এ অঞ্চলের মানুষের দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। খুলনাসহ বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে
বিনোদনের জন্য আসেন। তিনি সৌন্দর্যবর্ধনে গাছের গুরুত্ব এবং বর্ষা মৌসুমে পরিকল্পিতভাবে চারা রোপণের ওপর গুরুত্বারোপ করেন। গাছ একটি অমূল্য সম্পদ। খুলনা সিভিল সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এসব
কথা বলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঈস্খফেসর ড. মো: রেজাউল করিম।

সোমবার বিকাল ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে খুলনা সিভিল সোসাইটির আয়োজনে বৃক্ষরোপণ রোপণ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, খুলনা সিভিল সোসাইটির আহবায়ক এস এম শাহনওয়াজ আলী, সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোঃ পারভেজ, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলী, শাখা প্রধান (কাউন্সিল) সৈয়দ মিজানুর রহমান, শাখা প্রধান (ক্যাশ) এস এম আব্দুল্লাহ শাহানুর কবীর অয়ন, উপাচার্যের সচিব মিজানুর রহমান খান, উপ-উপাচার্যের সচিব মোঃ শফিকুল
ইসলাম, এ আরিফ হোসেন, নারীনেত্রী সিলভী হারুণ , সরদার আবু তাহের, মফিদুল ইসলাম, হুমায়ন কবীর, নূরুন নাহার হীরা, কৃষ্ণা দাশ, খোকন শিকদার , এস এম এ রহিম প্রমুখ।
সিভিল সোসাইটির নেতৃবৃন্দ খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকান্ডের প্রসংশা করে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় খুলনাবাসীর আন্দোনের ফসল। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরো গবেষণা করতে হবে। এই অঞ্চলের সুপেয় পানি, জলবদ্ধতা ও সুন্দরবণকে রক্ষা করতে অবদান রাখতে হবে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ফুলবাড়িগেটে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

কুয়েটে ড. এম. এ. রশীদ হলের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিজেপিসি এর সাংবাদিকদের নেটওয়ার্কিং ইভেন্ট অনুষ্ঠিত

বাগেরহাট পর্যটন ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন

খালিশপুর থানার ৩টি ওয়ার্ডের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাত দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে বিজেএমসি বিশেষ সভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।