সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন | চ্যানেল খুলনা

উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগরী সেক্রেটারি ও খুলনা-২ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, দেশে সুশাসন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা আপসহীনভাবে কাজ করতে চাই। খুলনা-২ আসনের উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন। জনগণ যদি তাকে নির্বাচিত করে, তাহলে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সেবার মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী নগরীর ডাকবাংলো, বড় বাজার, খুলনা সদর হাসপাতাল রোড, মসলা পট্টি, কদদমতলা, হুগলি বেকারী মোড়, নিক্সন মার্কেট, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।

এ সময় তার সঙ্গে খুলনা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, খুলনা জেলা স্কুলের সবেক প্রধান শিক্ষক আমানত স্যার, ছাত্রশিবিরের মহানগরী সেক্রেটারি রাকিব হাসান, লবণচরা থানা সেক্রেটারি মাহমুদুল হাসান জিকো, ২১ নং ওয়ার্ডের আমীর মাওলানা আল মামুন, আবুল কাশেম, ইসরাফিল, মোস্তাফিজুর রহমান, তালহা, ব্যাংকার আরিফুল হক মোল্লা, ফজলে রাব্বি, তারেক, মহসিন, নবিন, রনি, জুবায়ের, হুমায়ন, এম কাদের, হিরু, টুটুল, সালাউদ্দীন, হাফেজ লুৎফর রহমান, শিপন, পারভেজ, মে. আবুল বাসার, রেদওয়ান, সাদ্দাম প্রমুখ নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইল হেলাল বলেন, একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি সার্বিক ও সামাজিক উন্নয়নে ব্যবসায়ীদের অগ্রণী ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, তারুণ্যের প্রথম ভোট, দাঁড়িপাল্লার পক্ষে হোক। ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন করে যাচ্ছে জামায়াতে ইসলামী। তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল বৈষম্যের বিপক্ষে। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই জামায়াতে ইসলামীর জন্ম। তবে এত দিন তাদের দলকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। গণসংযোগকালে এডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল দোকানে দোকানে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং জামায়াতের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন

মালিক এবং শ্রমিকের সমন্বয়ে একটি পারস্পারিক ভালোবাসা এবং সম্মানের সমাজ গড়ে তোলা হবে : মাহফুজুর রহমান

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

খুলনার পুরানো দিনের হারানো গৌরবকে আমরা ফিরিয়ে আনতে চাই: মঞ্জু

খুলনা-২ আসনের হাতপাখার প্রার্থীর গণসংযোগ

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।