সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৫ টায় খালিশপুর আইএবি কার্যালয়ে আগামী ৩১ অক্টোবর খালিশপুর পিপলস চত্বরে শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার এক যৌথ সভা থানা সভাপতি মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি এস, এম, আবুল কালাম আজাদ।
যৌথ সভায় আর উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানার সভাপতি হাফেজ আব্দুল লতিফ, গাজী মিজানুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, মোঃ বাদশা খান, শ্রমিক আন্দোলন মহানগর সিনিয়র সহ সভাপতি মোল্যা রবিউল ইসলাম তুষার, মোঃ আব্দুল মান্নান সরদার, মোঃ পলাশ শিকদার, মৌলভী মোঃ আল-আমিন গাজী, মোঃ আল-আমিন (বিডিআর), মোঃ শাহিন খাঁন, মোঃ আবুল কাশেম, মোঃ আবু হানিফ, মোঃ মকবুল হোসেন, মাওঃ আব্দুল্লাহ, আলহাজ্ব ফজলুর রহমান, মোঃ মনির শেখ, মাওঃ সোহরাফ হোসেন, কে, এম রশিদ আহম্মেদ, মোঃ ইলিয়াস হোসেন সুজন, মাওঃ খলিলুর রহমান, মোঃ মাসুম শেখ, মোঃ কামাল হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আব্দুর রহিম, মোঃ মিলন হাওলাদার, মোঃ আলী হোসেন, মোঃ বাকী বিল্লাহ, মোঃ রবিউল ইসলাম, মোঃ ফিরোজ, মোঃ আলম হোসেন, মোঃ হারুন আর-রশিদ, মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ শফিকুল ইসলাম, ডাঃ মোঃ আয়নাল মোল্যা, আলহাজ্ব নজরুল ইসলাম, মোঃ ওহিদুল ফকির, গাজী মোঃ মুরাদ হোসেন, মোঃ আল-আমিন, মোঃ রমজান আলী, মোঃ কবির হোসেন, মোল্যা খায়রুল বাশার প্রমুখ।
সভায় আগামী ৩১শে অক্টোবর খুলনার খালিশপুর পিপলস চত্বরে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।


