সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
ইশা ছাত্র আন্দোলন খুলনা সোনাডাঙ্গা ও সদর থানার প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা | চ্যানেল খুলনা

ইশা ছাত্র আন্দোলন খুলনা সোনাডাঙ্গা ও সদর থানার প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ২.৩০ ঘটিকায় ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর আওতাধীন সদর ও সোনাডাঙ্গা থানার যৌথ ব্যবস্থাপনায় “২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী” উপলক্ষে আলোচনা সভা সোনাডাঙ্গা থানা শাখার সভাপতি মুহা. আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে এবং সদর থানা শাখার সাধারণ সম্পাদক মোস্তফা আল গালিব এর সঞ্চালনায় পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগরের সেক্রেটারি শেখ মুহা. নাসির উদ্দিন।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে যখন অন্যান্য দলের নেতা কর্মীরা অসহায় মানুষের পাশে ছিলো না। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে সারা বাংলাদেশে এক কোটি মানুষকে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছে। করোনা রোগীদের প্রয়োজনীয় সেবা-শুশ্রুষা এবং করোনায় মৃত ব্যক্তিদের দাফন-কাফনের ব্যবস্থা করেছে। তিনি আরও বলেন, দক্ষ ও নৈতিকতা সমৃদ্ধ দেশপ্রেমিক জনশক্তি ছাড়া দেশের স্থায়ী ও টেকশই উন্নয়ন সম্ভব নয়। সুতরাং ইশা ছাত্র আন্দোলনের প্রত্যেকটা কর্মীকে দক্ষ ও নৈতিকতায় সমৃদ্ধ হয়ে দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি গ্রহন করতে হবে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের নগর সাধারণ সম্পাদক মুহা. মইনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনাডাঙ্গা থানার সভাপতি মুফতি ইমরান হুসাইন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর থানার সভাপতি আলহাজ্ব আবু তাহের, ইসলামী যুব আন্দোলনের নগর সাধারণ সম্পাদক মুহা. আমিরুল ইসলাম, যুব নেতা নাজমুল ইসলাম, যুব নেতা মোঃ আমানুল্লাহ, ইশা ছাত্র আন্দোলন সদর থানার সভাপতি মুহা. আব্দুল্লাহ আল মামুন, ইশা ছাত্র আন্দোলন সোনাডাঙ্গা থানার সহ সভাপতি মুহা. শাকির হোসেন, মুহা. আব্দুল্লাহ, মুহা. এনায়েতুল্লাহ হাসান, মুহা. জুবায়ের হোসেন সাব্বির, মুহা. শাকিল আহমাদ, সাকিব, আব্দুল্লাহ, ইউসুফ গাজী, সিরাজ মৃধা, আহমাদ মাহদী, জুবায়ের জাওয়াদ, প্রমুখ নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রুজভেল্ট জেটি হ্যান্ডলিং ওয়ার্কার্স ইউনিয়নের মিলাদ মাহফিল

ফুলতলার দামোদর ইউনিয়নে ভোটার সমাবেশ

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খুলনা জেলায় দোয়া মাহফিল

বিএনপি চায় সার্বজনীন ভোটে প্রতিনিধি নির্বাচিত হবে : মনা

খুবিতে প্রেষণামূলক প্রণোদনা পেলেন ৫ কর্মচারী

খুমেক হাসপাতালের প্রিজন সেল থেকে পালানো আসামি ফের গ্রেফতার : কেএমপি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।