সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
ইবতেদায়িতে দারুল কুরআন সিদ্দিকীয়া ও জেডিসিতে খুলনা কামিল মাদ্রাসা এগিয়ে | চ্যানেল খুলনা

ইবতেদায়িতে দারুল কুরআন সিদ্দিকীয়া ও জেডিসিতে খুলনা কামিল মাদ্রাসা এগিয়ে

চ্যানেল খুলনা ডেস্কঃজুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর ফলাফলে দু’টি মাদ্রাসা এগিয়ে রয়েছে। খুলনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা এবং জেডিসিতে খুলনা কামিল মাদ্রাসা জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, খুলনায় এবছর ইবতেদায়ী শিক্ষা সমপানীতে জিপিএ-৫ এ দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা এগিয়ে রয়েছে। অত্র প্রতিষ্ঠান থেকে ইবতেদায়ীতে ৯২ জন অংশ নিয়ে পাস করেছে শতভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন। ইবতেদায়িতে ফলাফল ও জিপিএ-৫ এ দ্বিতীয় স্থান অর্জন করেছে খুলনা কামিল মাদ্রাসা। অত্র প্রতিষ্ঠান থেকে ৬৩ জন অংশ নিয়ে শতভাগ পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। এছাড়া মোহাম্মদ নগর মহিলা ফাজিল মাদ্রাসা থেকে ৪৯ জন অংশ নিয়ে শতভাগ পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ জন।
খাঁন-এ সবুর মহিলা ফাজিল মাদ্রাসা থেকে ৬২ জন অংশ নিয়ে শতভাগ পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫ জন। খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসা থেকে ৯১ জন অংশ নিয়ে শতভাগ পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। মোহাম্মদ নগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৩ জন অংশ নিয়ে শতভাগ পাস করেছে।
এদিকে, জেডিসিতে খুলনায় জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে খুলনা কামিল মাদ্রাসা। অত্র প্রতিষ্ঠান থেকে ৯১ জন অংশ নিয়ে শতভাগ পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২ জন। এছাড়া জেডিসিতে ফলাফল ও জিপিএ-৫ এ দ্বিতীয় স্থান করেছে দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা। এ প্রতিষ্ঠান থেকে ৭৮ জন অংশ নিয়ে পাস করেছে শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ৭ জন। এছাড়া মোহাম্মদ নগর মহিলা ফাজিল মাদ্রাসা থেকে ৫২ জন অংশ নিয়ে পাস করেছে শতভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ জন। খাঁন-এ সবুর মহিলা ফাজিল মাদ্রাসা থেকে ৫৮ জন অংশ নিয়ে পাস করেছে ৫৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন। তালিমুল মিল্লাত রহমানিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৭৩ জন অংশ নিয়ে পাস করেছে শতভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ জন। খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসা থেকে ৭৭ জন অংশ নিয়ে পাস করেছে ৭৬ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন। মিরের ডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ৫৫ জন অংশ নিয়ে পাশ করেছে ৫১ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন এবং মোহাম্মাদ নগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ৩৪ জন অংশ নিয়ে পাস করেছে ২৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন।
দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইদ্রিস আলী  বলেন, ‘জিপিএ-৫ এ খুলনায় এ বছর ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে অত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রথম স্থান অধিকার করেছে। ভালো এ ফলাফলের জন্য তিনি প্রতিষ্ঠানের সকল শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’
খুলনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ খ ম যাকারিয়া এ প্রতিবেদককে বলেন, ‘জিপিএ-৫ এ খুলনায় এ বছর জেসিডিতে অত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রথম স্থান অর্জন করেছে। ভালো এ ফলাফলের জন্য সন্তোষ প্রকাশ করেছেন।’
খান-এ সবুর মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সালেহ আহমেদ এ ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন।
মোহাম্মদ নগর মহিলা ফাজিল মাদরাসা অধ্যক্ষ হুমায়রা খাতুন ভালো ফলাফলের জন্য সন্তোষ প্রকাশ করেছেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ২৭ জন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।