সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
ইংলিশ ক্লাবে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার | চ্যানেল খুলনা

ইংলিশ ক্লাবে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার

আনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী, কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এতদিন।

ফারহানের ফুটবলের হাতেখড়ি চেলসির একাডেমি থেকে। অনূর্ধ্ব-১৩ পর্যায়ে চেলসি ছেড়ে ফুলহামে যোগ দেন তিনি। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে গত মৌসুমে খুব বেশি খেলার সুযোগ পাননি। তবে ২০ ম্যাচ খেলে ৭ গোলের পাশাপাশি ৪ অ্যাসিস্টও করেন এই উইঙ্গার। গত মৌসুমে অনূর্ধ্ব-২১ দলেও অভিষেক হয় তাঁর। প্রিমিয়ার লিগ আন্তর্জাতিক কাপে বদলি হিসেবে নেমে গোল করেন পিএসভির বিপক্ষে।

ফুলহামের সঙ্গে পেশাদার চুক্তির পর ফারহান বলেন, ‘এ অনুভূতি সত্যিই বলে বোঝাতে পারব না। ফুটবল খেলার পর থেকেই এ মুহূর্তটির জন্য পরিশ্রম করে গেছি আমি। আর এখন এই পর্যায়ে পৌঁছেছি, অসাধারণ লাগছে।’

ফারহান আরও বলেন, ‘আমি ফুলহামে যোগ দিই অনূর্ধ্ব-১৩ পর্যায়ে। এরপর থেকে যাত্রাটি ছিল রোলারকোস্টারের মতো। এখানে প্রতিটি মুহূর্তই আমি উপভোগ করেছি। বয়সভিত্তিক প্রতিটি ধাপে আমার পাশে ভালো এক দল সতীর্থ ছিল, যারা আমাকে শুরু থেকেই আপন করে নিয়েছে। আমার পরিবার সব সময় আমার স্বপ্নপূরণে পাশে থেকেছে। এজন্য অনেক ত্যাগ স্বীকার করেছে করেছে তারা। সব সময় আমাকে পরামর্শ দিয়ে বলেছে পা যেন মাটিতে থাকে।’

ফারহানের বাবা-মা দুজনেই বাংলাদেশি। বাংলাদেশের মাটিতে ফারহানের পা পড়বে কি না তা সময় বলে দেবে।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ফিফটি করে ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে তামিম

আকবরের নেতৃত্বে ‘এশিয়া কাপ’ খেলবে বাংলাদেশ

সহজেই ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার র‌্যাঙ্কিং সেরা ব্যাটার রোহিত

বাংলাদেশের ছেলেদের আগে মেয়েদের বিশ্বকাপ জয়, জ্যোতি কী ভাবছেন

টেস্ট অধিনায়কত্বের প্রস্তাব এলে ‘না’ করবেন না লিটন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।