সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
‘আমি ডিভোর্সি, বিধবা নই’ | চ্যানেল খুলনা

‘আমি ডিভোর্সি, বিধবা নই’

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী গঙ্গোপাধ্যায়। এই নায়িকার প্রথম বিয়ে হয়েছিল অনেক আগে। রয়েছে এক পুত্রসন্তান। বছর তিনেক আগে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। কিন্তু সে সম্পর্ক খুব একটা সুখকর হয়নি। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই আলাদা হয়ে যান অভিনেত্রী।

সম্প্রতি দেবশ্রীকে সিঁদুর পরা দেখে অনেকেরই প্রশ্ন জাগে তবে কি তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। বিষয়টি নিয়ে বিরক্ত দেবশ্রী।

ভারতীয় গণমাধ্যমকে অভিনেত্রী শুভশ্রীর বোন দেবশ্রী বলেন, ‘মল্লিকার বিয়েতে সিঁদুরে পরে যাওয়ার পর থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছি। আসলে খানিকটা বিরক্ত আমি। সে দিন আমি যে শাড়িটা পরেছিলাম এবং যেমন সাজগোজ করেছিলাম তার সঙ্গে সিঁদুরটা মানানসই। সেটা না পরলে সাজটাই অসম্পূর্ণ মনে হচ্ছিল তাই পরেছি। আমি তো ডিভোর্সি, বিধবা নই। আমার সন্তানের বাবা এখন বেঁচে আছেন। তাই আমি সিঁদুর পরতেই পারি। আর সিঁদুর পরার জন্য এত কিছুর ভাবার দরকার সত্যিই আছে কি? আমি এমন কিছু করছি না সমাজের ক্ষতি হচ্ছে।’

সম্প্রতি অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়ের বিয়ের নিমন্ত্রণে দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের সিঁথিতে দেখা গেছে সিঁদুর। সবুজ রঙের ভারী কাঞ্জিভরম শাড়ির সঙ্গে গলায় সোনালি গয়না, কপালে টিপ, হাত খোপা ও কপালে সিঁদুর। এই সাজে বন্ধুর বিয়েতে যান দেবশ্রী।

এতেই শুরু হয় গুঞ্জন। সমাজমাধ্যমে অনেকেই শুভেচ্ছাবার্তা দিতে শুরু করেন তাঁকে। তবে কি চুপিচুপি বিয়ে সারলেন শুভশ্রীর বোন?

শুধু দেবশ্রী নয়, বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখাও বিভিন্ন সময় সিঁদুর পরেন। যদিও সেই নিয়ে নানা মুনির নানা মত। এক সাক্ষৎকারে রেখা জানান, তিনি যে ধরনের সাজগোজ করেন তার সঙ্গে সিঁদুর বেশ মানানসই, তাই পরেন।

দেবশ্রীর মতে, আজকাল লোকের কৌতূহল বড্ড বেশি। তার কোনও পরিচিত এভাবে এলে তিনি হয়তো প্রশ্নও করতেন না। কিন্তু তাঁর ক্ষেত্রে তেমনটা হয় না। কিন্তু দেবশ্রীর জীবনে কি সত্যিই নতুন কেউ এসেছেন? তিনি জানান, তেমন কোনও বিষয় নেই, আপাতত বিয়ের কথাও ভাবছেন না।
সূত্র: আনন্দবাজার ও হিন্দুস্থান টাইমস।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

জামিন পেলেন অভিনেত্রী মেঘনা আলম

ময়ূখরঞ্জনকে একহাত নিলেন ঋত্বিক চক্রবর্তী

‘বিয়েটা করেই ফেললাম’, প্রভা বললেন সামনে এগিয়ে যেতে চাই

সাদিয়া আয়মানের ভাইরাল ছবিটি নিয়ে নানা প্রশ্ন

শাশুড়িকে ‘বাঘিনী’ আখ্যা দিয়ে নতুন বার্তা কারিনার

ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ হলো সিনেমা!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।