সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আওয়ামীপন্থী আইনজীবীর বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ ভাইপোর | চ্যানেল খুলনা

আওয়ামীপন্থী আইনজীবীর বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ ভাইপোর

বাগেরহাটের এক আওয়ামীপন্থী আইনজীবীর বিরুদ্ধে পারিবারিক সকল সম্পত্তি দখল ও ওয়ারেশদের প্রাণনাশের হুমকি দিয়ে এলাকা ছাড়া করার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ আনেন খুলনা সিটি ল কলেজের শিক্ষার্থী সৈয়দ আকিব মুনসুর।

লিখিত বক্তব্যে আকিব মুনসুর জানান, তার চাচা অ্যাডভোকেট সৈয়দ জাহিদ হোসেন বাগেরহাট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং সাবেক এপিপি। দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের পৈতৃক ও নিজস্ব ক্রয়কৃত জমি দখল করে রেখেছেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই তার চাচা ধাপে ধাপে তাদের দাদা সৈয়দ মুনসুর আলীর সকল জমি নিজের দখলে নেন এবং জমির আয় ও ফসলাদি আত্মসাৎ করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০০৮ সালে রাজনৈতিক প্রভাবে তিনি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হওয়ার পর মাছের ঘের, মুরগির খামার ও গরুর প্রকল্প দেখিয়ে সরকারের কাছ থেকে ২ কোটিরও বেশি টাকা বিনাসুদে ঋণ নেন। কিন্তু সেই টাকা অন্য খাতে ব্যবহার করেন এবং প্রকল্প বাস্তবায়ন করেননি। আট বছর ধরে তিনি অন্যদের জমি জোরপূর্বক দখলে রেখে সরকারি ঋণও পরিশোধ করেননি বলে অভিযোগ করেন আকিব।

আরও বলা হয়, বসতবাড়ি, পুকুর, বাগান, কৃষিজমি, এমনকি বসতবাড়ি সংলগ্ন একমাত্র চলাচলের রাস্তা এবং পানি সরবরাহের খালও তিনি দখল করে প্রকল্পের অংশ বানিয়ে নিয়েছেন। ২০১৯ সালে দাদী সুলতানা বেগমের মৃত্যুর পর তার ১৫ বিঘা জমি দখল করেন। এছাড়া সুলতানা বেগম ও ছোট দাদী হাসিনা খন্দকারের নামে থাকা ১৯ বিঘা জমি বিক্রি করে ৩৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ তোলা হয়।

আকিব অভিযোগ করেন, জমি ফেরতের দাবি করলে তার পরিবার প্রাণনাশের হুমকি পায়। বর্তমানে তিনি পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তার মা ও বোন প্রায়ই হামলা ও মারধরের শিকার হচ্ছেন বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার মা লাকি বেগম এবং নবম শ্রেণির ছাত্রী ছোট বোন ফাতেমা খাতুন।

অভিযোগ প্রসঙ্গে জানতে অ্যাডভোকেট সৈয়দ জাহিদ হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

১৪ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

সকল সম্প্রদায়ের নাগরিক অধিকার নিশ্চিত করা হবে: মাওলানা আবুল কালাম আজাদ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল

দলের দুঃসময়ে যারা নিরাপদ দূরত্বে থেকেছে, তারা বিএনপির কেউ না

কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুবিতে ডিজিটাল সাংবাদিকতায় এআই টুল ব্যবহার শীর্ষক কর্মশালা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।