
ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরী আমীর ও খুলনা-৩ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, ‘আমি মিথ্যা আশ্বাস দেবো না। বাস্তবতার ভিত্তিতে ইনসাফ ও ন্যায়ভিত্তিক উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য।’ তিনি দীর্ঘদিনের বঞ্চনা ও প্রবঞ্চনা দূর করে জনগণের কাছে সততা ও জবাবদিহিতার রাজনীতি চালু করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ‘জুলাইযোদ্ধাসহ সব শহীদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেয়া যাবে না। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে “হ্যাঁ’ এবং ‘দাঁড়িপাল্লা’র বিজয় নিশ্চিত করতে হবে।’ শুক্রবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী খুলনা মহানগরী দৌলতপুর থানাধীন ৩ নং ওয়ার্ডের বাবুলের মোড়, মহেশ্বরপাশা কালিবাড়ী, ঘোষপাড়া, কার্তিক কুল, ইস্পাহানী কলোনীসহ বিভিন্ন স্থানে গণসংযোহকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় তার সঙ্গে ৩ নং ওয়ার্ড আমীর ডা. সৈয়দ গোলাম কিবরিয়া, সেক্রেটারি মো. মিজানুর রহমান, জি এম তুহিন, যুব বিভাগের সভাপতি সাইফুদ্দিন, আসাদ, ওয়ার্ড নির্বাচন পরিচালক হাসিবুর রহমান, শফিকুর রহমান, শিহাব, মামুন, নাঈম, নিয়াজ, ইউনুস, হাসমত, শহীদুল ইসলাম, শান্ত আরিফ রহিম, মেজবাহসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তার বক্তব্যে আগ্রহ প্রকাশ করেন এবং তার কাছে নানা সমস্যার কথা তুলে ধরেন।
অধ্যাপক মাহফুজুর রহমান আরও বলেন, দীর্ঘদিন অবহেলিত এই আসনে নাগরিক সুবিধা, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনগণের শক্তিকে কাজে লাগাতে হবে। তিনি তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠাই তার লক্ষ্য। তিনি ভোটারদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা গুরুত্ব দিয়ে শোনেন। গণসংযোগে স্থানীয় মুরব্বি, যুবক, শ্রমজীবী মানুষ ও নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। দিনভর এই গণসংযোগ কর্মসূচিতে জামায়াত প্রার্থীর প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও সাড়া চোখে পড়ার মতো ছিল। নির্বাচনী প্রচারের শেষ পর্যায়ে ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ বাড়াতে আগামী দিনগুলোতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে দলীয় সূত্র জানিয়েছে।


